v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-12 16:49:26    
দু'টি গুরুত্বপূর্ণ বার্ষিক অধিবেশন নিয়ে আলোচনা (ছবি)

cri

    চীনের রাজধানী পেইচিংয়ে এখন ১১তম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশন ও রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশন চলছে। এ দুটি অধিবেশনকে প্রতি বছর চীন সরকার ও জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন বলা যায়।

    খবরে জানা গেছে, এবারের দুটি অধিবেশনের সাক্ষাত্কার নেয়ার জন্য দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ৩০৬০ জন সংবাদদাতা এসেছেন, এদের মধ্যে ৪২টি দেশের ২২৫টি তথ্য মাধ্যম থেকে আসা সংবাদদাতা রয়েছেন ৮৪৩ জন । এ সংখ্যা গত বছরের তুলনায় ২০ শতাংশেরও বেশি। এ থেকে বুঝা যায়, চীনের অর্থনীতির দ্রুত বিকাশ এবং আন্তর্জাতিক মর্যাদার ক্ষেত্রে তার নিরন্তর উন্নতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্বের তথ্য মাধ্যমগুলো দিন দিন চীনের ওপর মনোযোগ দিচ্ছে। এটা হলো দুটি অধিবেশনে আসা বিদেশী সংবাদদাতার সংখ্যা বাড়ার প্রধান কারণ।

 

বিদেশী সংবাদদাতারা

   এ বার চীন সরকার বিদেশী তথ্য মাধ্যমগুলোর জন্য আরো উন্মুক্ত ও নির্মল রিপোর্ট দেয়ার পরিবেশ সৃষ্টি করেছে। যেমন প্রতিটি উন্মুক্ত গ্রুপের আলোচনা সভার পর তথ্য মাধ্যমের জন্য ২০ মিনিট সময় রেখেছে প্রশ্ন ও উত্তরের জন্য। তথ্য কেন্দ্র সংবাদদাতাদের সাক্ষাত্কার নেয়ার আবেদন অনুযায়ী, আরো বেশি প্রতিনিধি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের দলগত সাক্ষাত্কারের বন্দোবস্তু করে দিচ্ছে।

    চীনে দশ বছর ধরে কর্মরত জার্মান 'দি ওয়েল্ট' পত্রিকার সংবাদদাতা জনি আর্লিং চীনের সংবাদদাতাকে বলেছেন, 'দুটি অধিবেশন বিদেশী সংবাদদাতাদের জন্য আগের চেয়ে অধিক থেকে অধিকতর উন্মুক্ত হয়ে যাচ্ছে। এখন আমরা সরাসরি প্রতিনিধিদের সাক্ষাত্কার নিতে পারি এবং পূর্ণাঙ্গ অধিবেশন ও গ্রুপ আলোচনাও শুনতে পারি। এ থেকে প্রমাণিত হয়েছে যে, চীন সরকারের উন্মুক্তকরণের মাত্রা ধারাবাহিকভাবে বাড়ছে। গ্রুপ আলোচনায় অংশ নেয়া খুব মজার ব্যাপার। আমি বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করতে পারি। যেমন বিশেষজ্ঞ পর্যায়ের ইতিহাসবিদ, অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ প্রমুখের সঙ্গে।'

    বিভিন্ন দেশের সংবাদদাতা বিভিন্ন আলোচ্য বিষয়ের ওপর গুরুত্ব দেন। যেমন মেক্সিকোর 'সংস্কার' পত্রিকার সংবাদদাতা পিলার গিমানেজ বলেছেন, তারা চীনের শিল্প উন্নয়নের নীতি সম্পর্কে বেশি দৃষ্টি রাখেন। জাপানের কিয়তো বার্তা সংস্থা এবারের দুটি অধিবেশনের ওপর অতি গুরুত্ব দিচ্ছে। তাদের চীন শাখার ১৩জন সংবাদতাতার সবাইকে এই দুটি অধিবেশনের সাক্ষাত্কার নেয়ার জন্য পেইচিংয়ে পাঠানো হয়েছে। কিয়তো বার্তা সংস্থার এশিয় অঞ্চলের প্রধান প্রতিনিধি টোশিহিকো টসুকাগোশি আমাদের সংবাদদাতাকে বলেছেন, 'জাতীয় গণ কংগ্রেসের অধিবেশন প্রতি বছর অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছর হচ্ছে পরিবর্তনের বছর। ফলে আমরা আগের চেয়ে আরো বেশি গুরুত্ব আরোপ করেছি। আমরা এবারের দুটি অধিবেশনে সম্ভাব প্রকাশিত নতুন নির্দিষ্ট নীতির ওপরও নজর রাখছি। এ বছর চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৩০তম বার্ষিকী। চীনের নিজের সংস্কার পথের মূল্যায়ন এবং ভবিষ্যতের সংস্কার পথের পরিকল্পনা হচ্ছে আমাদের জানার অন্যতম বিষয়।'

    এ সব তথ্য থেকে বুঝা যায়, চীনের দুটি অধিবেশন বিশ্বের তথ্য মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করছে। কিন্তু এ দু'টি অধিবেশনের প্রতিনিধি বা সদস্য কীভাবে নির্বাচিত হন?

    চীনের সংবিধান, নির্বাচনী আইন ও অন্যান্য সংশ্লিষ্ট আইনের সংশ্লিষ্ট ধারা অনুসারে আইন মোতাবেক রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিতরা ছাড়া, জাতি, বর্ণ, লিংগ, পেশা, পারিবারিক পরিচিতি, ধর্মীয় বিশ্বাস, শিক্ষার যোগ্যতা, আর্থিক অবস্থা ও অবস্থানকাল নির্বিশেষে আঠারো বছরের বেশি বয়সের চীন গণ প্রজাতন্ত্রের সকল নাগরিকদের নির্বাচন করা ও নির্বাচিত হওয়ার অধিকার আছে। বিভিন্ন স্তরের গণ কংগ্রেসের প্রতিনিধিরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। এর মধ্যে জেলা ও মহুকুমা পর্যায়ের গণ কংগ্রেসের প্রতিনিধিরা নির্বাচন এলাকা অনুসারে ভোটারদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। নির্বাচন এলাকা ভাগ করা হয় অবস্থান বা উত্পাদন ইউনিট, সরকারী প্রতিষ্ঠান ও কর্ম ইউনিট অনুসারে। নির্বাচনী এলাকার বিশালতা অনুসারে এক থেকে তিন জন প্রতিনিধি নির্বাচন করা হয়। জাতীয় গণ কংগ্রেস আর প্রদেশ ও অপেক্ষাকৃত বড় বড় শহর পর্যায়ের গণ কংগ্রেসের প্রতিনিধিরা তার নিম্ন পর্যায়ের গণ কংগ্রেসে নির্বাচিত হন অর্থাত্ সচরাচর কথিত পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। প্রত্যক্ষ নির্বাচনে প্রার্থীরা নির্বাচনী এলাকার সুপারিশ অনুসারে নির্বাচিত হন। পরোক্ষ নির্বাচনে প্রার্থীরা নির্বাচন ইউনিট অনুসারে অর্থাত্ সমপর্যায়ের গণ কংগ্রেসের সুপারিশে নির্বাচিত হন।

    এবারের জাতীয় গণ কংগ্রেসের তিনজন নতুন প্রতিনিধি সাধারণ লোক হলেও অনেকের দৃষ্টি আকর্ষণ করেছেন। কারণ তারা হলেন কৃষি শ্রমিক। শাংহাইয়ের চু সুয়েন ছিন, কুয়াং তুংয়ের হু সিয়াও ইয়েন ও ছুয়েন ছিংয়ের খান হো মিং গণ প্রজাতন্ত্রিক চীন প্রতিষ্ঠার পর জাতীয় গণ কংগ্রেসের প্রথম কৃষি শ্রমিক প্রতিনিধি হয়েছেন। তাঁরা পেইচিংয়ে আসার পরপরই সিসিটিভিসহ বহু তথ্য মাধ্যম তাদের সাক্ষাত্কার নিয়েছে।

 কৃষক প্রতিনিধি হু সিয়াও ইয়েন

     হু সিয়াও ইয়েন বলেছেন, 'শহরের বাইরে থেকে আগত কৃষি-শ্রমিকদের কল্যাণ, বেতন এবং সামাজিক বীমা ছাড়াও তাদের সন্তানদের স্কুলে ভর্তিসহ নানা বিষয়ের ওপর আমি বেশি গুরুত্ব দিচ্ছি। আমি জনগণের দ্বারা নির্বাচিত হয়েছি বলে আমাকে ভালভাবে আমার দায়িত্ব পালন করতে হবে ।'

    চীনের শ্রম ও সামাজিক নিরাপত্তা উপ-মন্ত্রী ইয়াং জি মিং জানিয়েছেন, চীনে বর্তমানে কৃষি শ্রমিকের সংখ্যা ২১ কোটি। এটা সত্যিই কম সংখ্যা নয়। তাদের সংখ্যা চীনের মোট লোকসংখ্যার একদশমাংশ ছাড়িয়েছে । হু সিয়াও ইয়েনের জাতীয় গণ কংগ্রেসে আগত প্রায় ৩০০০ নবনির্বাচিত প্রতিনিধির সঙ্গে পেইচিংয়ে জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলনে উপস্থিত থাকা থেকে প্রমাণিত হয়েছে যে , "কৃষি শ্রমিক" এ বিশেষ গণ গোষ্ঠি চীনের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা সংস্থায় নিজেদের কন্ঠস্বর শোনাবে। সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, এ বছর কৃষি শ্রমিকদের মজুরি, সামাজিক বীমা, গণ সেবা ও অধিকার সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন অগ্রগতির পরিকল্পনা রয়েছে। এ বছরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে বিভিন্ন ইউনিটকে কৃষি শ্রমিকদের সঙ্গে শ্রম চুক্তি স্বাক্ষর ও তার তত্ত্বাবধানের মাধ্যমে কৃষি শ্রমিকদের ব্যাপকভিত্তিক চুক্তির স্বাক্ষরের আওতায় নিয়ে আসা। নানা সুবিধাজনক ব্যবস্থার মাধ্যমে আমরা বুঝতে পারি যে, চীন সরকার কৃষকদের জীবনযাত্রা উন্নয়নের ক্ষেত্রে সত্যি সত্যিই দৃঢ় প্রতিজ্ঞ। (ইয়ু কুয়াং ইউয়ে)