সকাল হলো যখন
প্রকৃতির রূপফিরে এলো যখন
পাখিদের কৌলাহলে ভরে গেলো মন
এমনি সময় ওঠিল সূর্য লাল রঙ গায়ে মেখে
হঠাত্ মেঘ মালা এসে
রবিকে ফেলল ঢেকে।
চারি দিকে শুধু বৃষ্টি পড়ে
নদীনালা মাঠ ঘাট যায় ভরে।
বন্যায় দেশ যায় ডুবে
দরিদ্র মানুষেরা এতে শুধু ভোগে।
তাই একটু বলি জোরে
এমন বন্যা যেন আর না আসে দোরে
প্রতিটি দিনেই থাকুক সবার।
আনন্দ আর হাসি খুশির বাহার।
---বাংলাদেশের মো: মসকি কুল আলম। (লিলি)
|