চীনের দুটি বার্ষিক অধিবেশন --চীনের ১১তম জাতীয় গণ কংগ্রেস ও জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশন এখন পেইচিংয়ে চলছে । এ দুই অধিবেশনের আলোচ্য বিষয়গুলো সরাসরি চীনের ভবিষ্যতের উন্নয়ন সম্পর্কিত বলে প্রত্যি বছরের দুটি অধিবেশনই বিদেশের বিভিন্ন তথ্য মাধ্যমের দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হয় ।
আপনারা যে শব্দ শুনতে পাচ্ছেন , তা হল ৫ মার্চ চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনের উদ্বোধনের পর একজন বিদেশি সাংবাদিক চীনা ভাষায় এ অধিবেশনের একজন প্রতিনিধির সাক্ষাত্কার নিচ্ছেন । যখন এক দিনের অধিবেশন শেষ হয়ে তখন পেইচিংয়ে চীনের মহা গণ ভবনে দেখা যায় অনেক দেশি বিদেশি সাংবাদিক একসাথে অধিবেশনের প্রতিনিধিদের সাক্ষাত্কার নিচ্ছেন। এর পাশা পাশি এবারে দুটি অধিবেশনের তথ্য কেন্দ্র পেইচিংয়ের মিডিয়া কেন্দ্রে আছে । সেখানে অনেক বিদেশি সংবাদদাতাও খুব পরিশ্রম করে কাজ করেন । তারা এখানে পাওয়া চীনের "দুটি অধিবেশন" সম্পর্কিত সব হালনাগাদ তথ্য বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত পাঠাতে পারেন ।
তথ্য কেন্দ্রে ইন্দোনেশিয়ার আন্তারা বার্তা সংস্থার সাংবাদিক আনাং আহমাদ ভিজায়া সংবাদ লেখার জন্য ব্যস্ত রয়েছেন । তিনি আন্তরিকভাবে বলেন , তিনি এবার প্রথমবারের মত চীনের রাজনীতি ক্ষেত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটি অধিবেশনের তথ্য প্রচারের কাজে অংশ নিয়েছেন । সাক্ষাত্কার নেয়ার আগে তিনি একটু উত্কন্ঠিত ছিলেন এবং অনেক প্রস্তুতিমূলক কাজ করেছেন । তবে এখন তিনি দেখেছেন , দুটি অধিবেশনের তথ্য কেন্দ্র বিদেশি সাংবাদিকদের জন্য খুব সহায়ক এবং প্রয়োজনীয় তথ্য পরিসেবা দেয় । তিনি বলেন :
দুটি অধিবেশনের তথ্য কেন্দ্র সত্যি আমার সাক্ষাত্কার নেয়ার জন্য অনেক সুবিধা দিয়েছে । প্রতিদিন আমি তথ্য কেন্দ্রের পাঠানো মেসেজ ও ইমেইল পেয়ে থাকি , তারা এসব উপায়ের মাধ্যমে আমাদেরকে দুটি অধিবেশন সম্পর্কিত খবর ও বিজ্ঞপ্তিসহ বিভিন্ন তথ্য জানিয়ে দেয় । তারা দিনরাত কাজ করছেন । শুরুতেই আমি যে মেসেজ পেয়েছি , তা সবই চীনা ভাষার , আমি বুঝতে পারি নি । এরপরে দুই অধিবেশনের তথ্য কেন্দ্র আমাকে সবসময় ইংরেজীতে মেসেজ পাঠাচ্ছে , ফলে আমি সাক্ষাত্কারের বিষয় সম্পর্কে অনেক তথ্য পেয়েছি ।
এ বছরে দুটি অধিবেশনের সাক্ষাত্কার গ্রহণ ও প্রচার কাজে মোট ৪২টি দেশের ২২৫টি তথ্য মাধ্যমের ৮৪৩ জন বিদেশি সাংবাদিক অংশ নিয়েছেন । এ সংখ্যা গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি । দুটি অধিবেশনের তথ্য কেন্দ্রের উপ পরিচালক থিয়েন ছি জানিয়েছেন , চলতি বছর তথ্য কেন্দ্র বিদেশি সাংবাদিকদের জন্য আরো ভালো ও কার্যকর পরিসেবা দিয়েছে । তিনি বলেন :
প্রথমে যোগাযোগের ক্ষেত্রে আমরা বিদেশি সাংবাদিকদের অধিবেশনস্থলে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করেছি । তা ছাড়া , আমরা ইন্টারনেটে নাম তালিকা ভুক্ত করা ও সাক্ষাত্কার নেয়ার ব্যবস্থা করেছি । এ ব্যবস্থা গেলো বছরের চেয়ে আরো কার্যকর। আমরা সাক্ষাত্কারের আবেদন পাওয়ার পর পরই তাড়াতাড়ি যোগাযোগ ও ব্যবস্থা করবো, এ ছাড়া আমরা আরো বেশি ভিডিও ও আলোকচিত্র তথ্য দেবো ।
জানা গেছে , চলতি বছরের দুটি অধিবেশন বিদেশি তথ্য মাধ্যমের জন্য আরো উন্মুক্ত ও আরো স্বচ্ছল খবর প্রকাশের পরিবেশ সৃষ্টি করেছে । উন্মুক্ত গ্রুপের প্রত্যেক বার আলোচনার পর বিশেষ করে তথ্য মাধ্যমগুলোকে প্রশ্ন করার জন্য বিশ মিনিট সময় দেয়া হয় । তথ্য কেন্দ্র সংবাদদাতার সাক্ষাত্কার নেয়ার আবেদন অনুযায়ী আরো বেশি জাতীয় কংগ্রেসের প্রতিনিধি বা রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রধানদের একসঙ্গে তথ্য মাধ্যমের সঙ্গে সাক্ষাত্কার দেয়ার ব্যবস্থা করেছে ।
জার্মানীর "দ্য ওয়েল্ট" পত্রিকার সাংবাদিক জনি আরলিং বহু বার চীনের দুটি অধিবেশনের সাংবাদিক সাক্ষাত্কারে অংশ নিয়েছেন । তিনি মনে করেন , তথ্য মাধ্যমগুলো চীনের দুটি অধিবেশনের ওপর দৃষ্টি রাখার প্রধান কারণ হল চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক মঞ্চে চীনের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হচ্ছে । সারা বিশ্ব চীনের বিভিন্ন ক্ষেত্রের পরিবর্তন ও উন্নয়নের ওপর নজর রাখছে । তিনি বলেন :
ভবিষ্যতে চীনের অর্থনীতি কোন দিকে যাবে ? এবার জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে অর্থনৈতিক ক্ষেত্রে কি কোনো নতুন নীতি প্রণীত হবে ? এসব আমরা জানতে খুব আগ্রহী । অনেক বিষয়ের সঙ্গেই আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ।
এসব বিষয় ছাড়া "চীনের রাষ্ট্রীয় পরিষদের সাংগঠনিক সংস্কার প্রস্তাবও" চীনের জাতীয় গণ কংগ্রেসের এ অধিবেশনে দাখিল করে যাচাই বাছাই করা হবে । এটাও বিভিন্ন তথ্য মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে । ব্রাজিলের গ্লোব পত্রিকার সাংবাদদাতা শেফিল্ড বলেছেন , তারা এ প্রস্তাবের তাত্পর্যের ওপর গুরুত্ব দেন । তিনি বলেন : এ সংস্কার থেকে বুঝা যায় চীন সরকার কাজের দক্ষতা আরো জোরদার করতে চায় এবং সরকারী সংস্থার কাঠামো আরো যুক্তিযুক্ত করতে চায় , এর মানে চীন আধুনিকায়নের দিকে এগুচ্ছে ।
চীনের দুটি অধিবেশন বিশ্বের বিভিন্ন তথ্য মাধ্যমের দৃষ্টিকে আকৃষ্ট করেছে । তারা এ সুযোগে একটি দ্রুত উন্নয়নের চীনকে বিশ্বের সামনে তুলে ধরবেন ।
|