চীনের শুল্ক বিভাগ প্রাকশিত এক পরিসংখ্যান থেকে জানা গেছে , চলতি বছরের প্রথম দু'মাসে চীনের আমদানি-রপ্তানীর মোট মূল্য প্রায় ৩৬৬ বিলিয়ন মার্কিন ডলার । যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেশি ।
শুল্ক বিভাগের এক পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৮ সালে চীনের রপ্তানীর গতি গত বছরের একই সময়ের তুলনায় ধীর হয়েছে , তবে আমদানির গতি দ্রুত বৃদ্ধি পেয়েছে । বাণিজ্যিক উদ্ধৃত্ত ২৯ শতাংশ কমেছে ।
চলতি বছরের প্রথম দু'মাসে ইইউ চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশিদার হয়েছে । যুক্তরাষ্ট্র ও জাপান পৃথক পৃথকভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে । (শুয়েই ফেই ফেই)
|