|
 |
(GMT+08:00)
2008-03-11 20:59:55
|
শ্রীলংকার প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের কার্যবিবরনীর ভূয়সী প্রশংসা করেছেন
cri
১০ মার্চ চীন আন্তর্জাতিক বেতারের কাছে শ্রীলংকার প্রধানমন্ত্রী রত্নসিরি বিক্রমাননায়েকে এক ফ্যক্মবার্তায় চীনর ১১তম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের দাখিল করা কার্যবিবরনীর ভূয়সী প্রশংসা করেছেন । তিনি তাঁর বার্তায় বলেছেন, প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের কার্যবিবরনীতে গত পাঁচ বছরে চীনের সংস্কার ও উন্মুক্তকরণ এবং আধুনিকায়নের ফলে অর্জিত সাফল্য ও মূল্যবান অভিজ্ঞতার পর্যালোচনা করা হয়েছে । দিনি শ্রীলংকার প্রেসিডেন্ট , শ্রীলংকা সরকার ও জনগণের পক্ষ থেকে চীনকে এ দুটি সম্মেলন আয়োজনের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ।
|
|
|