চীনের প্রথম প্রাচীন তাও মতবাদের হস্তলিপি ও চিত্র প্রদর্শনী সম্প্রতি পেইচিংয়ের পাই ইউন কুয়াং তাও মন্দিরে শুরু হয়েছে । এ প্রদর্শনীর দু শ'র বেশি তৈজষপত্র চীনের মূলভূভাগ , হংকং , ম্যাকাও ও সিংগারপুর থেকে সংগ্রহ করা হয়েছে । এ আগে এ প্রদর্শনী চীনের দশটি তাও মন্দিরে দেখানো হয়েছে । গণ চীন প্রতিষ্ঠার পর এ প্রদশর্নী হলো তাও মতবাদের সবচেয়ে বড় হস্তলিপি ও চিত্র প্রদশর্নী । ২৯ ডিসেম্বর প্রদশর্নী শেষ হওয়ার পর সব তৈজষপত্র নিলামে পাঠানো হবে । এ থেকে পাওয়া অর্থ পেইচিংয়ের উপকন্ঠের একটি শিশু হাসপাতালের নিমার্নে ব্যবহার করা হবে । এ সব তৈজষপত্রের আলোকচিত্রের একটি বই আগামী বছর চীনা ভাষা ও ইংরেজী ভাষায় প্রকাশিত হবে ।
**চিয়া চিয়ে দশর্নীয় স্থানে প্রথম বিশ্ব উত্তরাধিকার সপ্তাহ শুরু
২৫ ডিসেম্বর বিশ্বের ভূতত্ব পার্ক বলে পরিচিত চীনের হুনান প্রদেশের বিখ্যাত দশর্নীয় শহরে চান চিয়া চিয়ের উ লিন দশর্নীয় স্থানে প্রথম বিশ্ব উত্তরাধিকার সপ্তাহ শুরু হয়েছে ।
এ কমর্সূচী চলাকালে উ লিন ইউয়ান দশর্নীয় স্থানের বন পার্ক , সোসিইয়ু , থিয়েনচি পাহাড় ও ইয়াং চিয়া চিয়ে প্রকৃতিক সংরক্ষণ অঞ্চলের চারটি বিখ্যাত দশর্নীয় স্থান বিনা টিকিটে দেশবিদেশের পর্যটকদের কাছে খোলা হয়েছে । এ ছাড়া সেখানে স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৯৯২ সালে জাতিসংঘ শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো চান চিয়া চিয়ের উ লিন ইউয়ানকে বিশ্ব প্রাকৃতিক উত্তরাধিকারের অন্তর্ভুক্ত করেছে। প্রতি বছর দেশবিদেশের পর্যটক এ দশর্নীয় স্থান পরিদর্শন করতে যায় । বিশ্বের ত্রিশটিরও বেশি দেশ চান চিয়া চিয়ের সঙ্গে পর্যটন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে । গত বছর এক লাখ ২০ হাজার পর্যটক চান চিয়া চিয়ে ভ্রমণ করেছেন ।
|