v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-11 20:45:56    
পুরনো পেইচিংয়ের পুরনো রূপ বজায় রাখার জোর উদ্যোগ

cri
    পেইচিং যেমন একটি বিশ্ববিখ্যাত ঐতিহাসিক ও সাংস্কৃতিক নগরী, তেমনি একটি আধুনিক মহানগরী। শহরটির আধুনিকায়ন তরান্বিত করা এবং পুরনো পেইচিংয়ের শহরের ঐতিহাসিক রূপ রক্ষা করার জন্য পেইচিং পৌর সরকারের উদ্যোগে গত ৫০ বছরের মধ্যে পেইচিংয়ে সবচেয়ে বড় পুনর্গঠন প্রকল্পের অংশ হিসেবে পুরনো বাড়িঘর ও অলিগলি মেরামত চলছে ।

    সম্প্রতি পেইচিং পৌর পরিকল্পনা কমিটি , পেইচিং পূর্ত কমিটি ও পেইচিং পুরাকীর্তি ব্যুরো যৌথভাবে ২০০৮ সালে পেইচিংয়ের পুরনো বাড়িঘর মেরামত ও পুনর্গঠন পরিকল্পনা প্রকাশ করেছে । এ খাতে পেইচিং পৌর সরকার ১০০ কোটি ইউয়ান বরাদ্দ করেছে । এটি ১৯৪৯ সালে নয়াচীন প্রতিষ্ঠার পর বৃহত্তম পুনর্নির্মান প্রকল্প । পেইচিংয়ের পূর্ত কমিটির উপপ্রধান চান চিয়া মিং বলেন , পরিকল্পনা অনুসারে ২০০৮ সালে পুরাকীর্তিগুলোর আশেপাশের ৪০টি গলি ও ১৪ শ'টি চক কাটা বাড়ী পুনর্নিমান করা হবে । এ প্রকল্প গত বছর থেকেই শুরু হয়েছে , এ বছর প্রকল্পটি সম্পন্ন হবে ।

    রাষ্ট্রের রাজধানী হিসেবে পেইচিং শহরের আট শ' বছরের ইতিহাস রয়েছে । বেশির ভাগ প্রাচীন রাস্তা , গলি ও বাসিন্দাদের চক কাটা বাড়ী পেইচিং মহানগরের কেন্দ্রস্থলের ৬০ বর্গকিলোমিটার বরাবর পুরনো শহরাঞ্চলে অবস্থিত । পুরনো শহর অঞ্চল ধারণ করে আছে পেইচিংয়ের সংস্কৃতি ও রীতিনীতি । এ অঞ্চলে পেইচিংয়ের সবচেয়ে পুরনো বাড়ীঘর রয়েছে। এ সব বাড়ীঘর অতিরিক্ত পুরনো বলে আধুনিক শহরের নাগরিকদের থাকার চাহিদা মেটাতে পারে না এবং সেখানে বাস করা ঝুঁকিপূর্ণ।

    ঝুঁকিপূর্ণ বাড়ীঘরে বসবাসকারী নাগরিকদের আবাসন সমস্যা নিরসনের জন্য ২০০৫ সাল থেকেই পেইচিং পৌর সরকার প্রতিবছর ৫৮ কোটি ইউয়ান বরাদ্দ করে আসছে । পেইচিং পৌর সরকারের পরিকল্পনা কমিটির সদস্য ছাও ইউয়ে চিং বলেন , সরকার প্রথমে ধ্বংসপ্রায় বাড়ীঘর ও চক কাটা বাড়ীতে বসবাসকারী নাগরিকদের অস্থায়ীভাবে অন্য স্থানে স্থানান্তর করে । তার পর নাগরিকদের পুরনো বাড়ীঘরে পানি , বাথরুম ও হিটিং ব্যবস্থা বসিয়ে এখানে বসোপযোগী করেছে এবং প্রাচীন নগরের দৃশ্য ধরে রাখার চেষ্টা করছে । পুনর্নির্মান পর পুরনো অলিগলি ও চক কাটা বাড়ির বৈশিষ্ট্য বজায় রয়েছে এবং থাকার উপযোগী হয়েছে । ২০০৫ সাল থেকে শুরু করা পেইচিং শহরের পুনর্নির্মান প্রকল্প এই   প্রকল্পের জন্য অভিজ্ঞতা যুগিয়েছে ।

    জানা গেছে , এবারের পুনর্নিমান প্রকল্পে পুরনো নগরের দৃশ্য অটুট রাখার জোর চেষ্টা করা হয়েছে । অলিগলি ও পুরনো বাড়িঘর পুনর্নির্মানের সময় পুরনো কাঁচামাল ও পুরনো পদ্ধতিতে মেরামত করা হয়েছে । কোনো কোনো বাড়িতে অভ্যন্তরীণ অবকাঠামো আরো সুবিধাজনক করা হলেও বাড়ির বাহ্য রুপ বজায় রয়েছে । রাস্তার দু পাশের বাড়িঘরগুলোর দেওয়াল আবার রং করা হয়েছে এবং নষ্ট দেওয়াল ও তোরণগুলো মেরামত করা হয়েছে । পেইচিংয়ের পূর্ত কমিটির উপপ্রধান চাও চিয়া মিং বলেন , পুরনো পেইচিংয়ের পুনর্নির্মানের কাজ কড়াকড়িভাবে সরকারের নির্দেশ অনুসারে চালানো হয়েছে । মেরামতের পরিকল্পনা , পানি ও হিটিং ব্যবস্থা বসানো এবং শ্রমিকের দক্ষতার মান সব ক্ষেত্রেসরকারের সংশ্লিষ্ট বিভাগের নির্দেশ মেনে চলা হয়েছে ।

    পুনর্নির্মানের গোটা প্রক্রিয়া তত্ত্বাবধান করেছেন পেইচিংয়ের পরিকল্পনা কমিটি , পূর্ত কমিটি ও পুরাকীর্তি ব্যুরোর বিশেষজ্ঞরা। পেইচিংয়ের দশজন বিশেষজ্ঞ নিয়ে গঠিত একটি গ্রুপ নির্মানস্থলগুলো ঘুরে ঘুরে দেখে এবং প্রযুক্তিগত সাহায্য দেয় । চীনের বিখ্যাত পুরাকীর্তি সংরক্ষণ বিশেষজ্ঞ সিয়ে ছেন পেইচিং শহরের পুরনো বাড়িঘর পুনর্নির্মান নীতির প্রশংসা করেন । তিনি মনে করেন , পেইচিংয়ের পুরনো নগর সংরক্ষণের অভিজ্ঞতা সারা দেশে প্রচার করা উচিত । তিনি বলেন , পেইচিংয়ের এ দলিলে পুরনো বাড়িঘর পুনর্নির্মানের উদ্দেশ্য ও পদ্ধতি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে । এ দলিল পেইচিংয়ের ঐতিহ্যিক রূপ অক্ষত রাখার সঙ্গে সঙ্গে নাগরিকদের পুরনো বাড়িঘর আরো বাসের উপযোগী করে তুলেছে । এটা নাগরিকদের ব্যাপক সমর্থনও পেয়েছে । চীনে অনেক ঐতিহাসিক প্রাচীন নগর রয়েছে । এ অভিজ্ঞতা চীনের অন্যান্য স্থানেও কাজে লাগানো যায় ।

    পেইচিংয়ের পুরাকীর্তি ব্যুরোর প্রধান খোন ফান সি বলেন , পেইচিংয়ের পুরনো শহরের মেরামত ও পুনর্গঠন প্রাচীন পেইচিং সংরক্ষণের প্রধান কাজ । পেইচিং পৌর সরকার পুরাকীর্তি , ঐতিহ্যিক সংস্কৃতি ও পুরনো শহর সংরক্ষণের সম্পূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে । ২০০০ সাল থেকে পেইচিং পৌর সরকার মোট ৯৩ কোটি ইউয়ান বরাদ্দ করেছে । সরকারী বরাদ্দ ছাড়া পেইচিং সরকার সমাজের বিভিন্ন মহল থেকে ৫ বিলিয়ন ইউয়ান সংগ্রহ করেছে । এ সব অর্থ ব্যয়ে পেইচিং শহর পুরাকীর্তি সংরক্ষণ ও পুরনো বাড়ি পুনর্নির্মানে যথেষ্ট সফল হয়েছে । খোন ফান সি বলেন , পেইচিং মহানগর সংরক্ষণের কাজ নিরন্তর চালিয়ে যাওয়া উচিত । আরো বেশি গলি ও চক কাটা বাড়ি মেরামত করা উচিত । পুরনো বাড়িঘর অক্ষত রাখার পাশাপাশি বাড়িগুলোর অভ্যন্তরীন ব্যবস্থা আরো আধুনিক ও সুবিধাজনক করতে হবে । পুরাকীর্তি সংরক্ষণ শহর ও দেশের উন্নয়নের সঙ্গে সমন্বয় করতে হবে । নাগরিকদের চেতনা বিকশিত করে দেশের আর্থিক সামর্থ্য বাড়ার সঙ্গে সঙ্গে পেইচিং নগরের সংরক্ষণের মান আরো উন্নত করতে হবে ।