পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ১১ মার্চ এদিন পূর্বাঞ্চলের লাহোরে সংঘটিত বোমা বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, এই বোমা বিস্ফোরণ পাকিস্তানের সন্ত্রাস দমন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারবে না।
পাকিস্তানের বার্তা সংস্থা এপিপি মুশাররফকে উদ্ধৃত করে জানিয়েছে, এ সব সন্ত্রাসী ঘটনা পাকিস্তান সরকারের সন্ত্রাস দমনের সিদ্ধান্তকে টলাতে পারবে না।
মুশাররফ এদিন সংশ্লিষ্ট বিভাগকে বিস্ফোরণের তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বিস্ফোরণের নেপথ্য ষড়যন্ত্রকারীদেরকে শাস্তি দিতে হবে। তিনি পাঞ্জাব প্রদেশের সরকারের প্রতি আহতদেরকে সবচেয়ে ভাল চিকিত্সা দেয়া এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বিভাগের প্রতি এ ধরণের ঘটনা প্রতিরোধ করার নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানের পূর্বাঞ্চলের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে এদিন সকালে সংঘটিত দুটি বোমা বিস্ফোরণে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ১০ জন কর্মকর্তাসহ ১৮ জন এবং ২টি নিহত এবং অন্য এক'শরও বেশি লোক আহত হয়েছে। (লিলি)
|