পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ১০ মার্চ প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের প্রতিক যত দ্রুত সম্ভব জাতীয় পরিষদের অধিবেশন ডাকার প্রস্তাব দিয়েছেন।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী মুশাররফকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের প্রস্তাব অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় পরিষদের অধিবেশন ডাকতে হবে। অধিবেশনে জাতীয় পরিষদের স্পীকার ও ডেপুটি-স্পীকার এবং নতুন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী সৈয়দ আফজাল হায়দার ১০ মার্চ পাকিস্তানের তথ্য মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, প্রেসিডেন্ট মুশাররফ ১২ কিংবা ১৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন ডাকতে পারেন। (লিলি)
|