জাতিসংঘ মহা সচিব বান কি মুন ১০ মার্চ সর্বশেষ এক রিপোর্টে বলেছেন, আফগানিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে গৃহীত "আফগান চুক্তি" পালনের দু'বছর পর আফগানিস্তানের রাজনীতি অন্তবর্তীকালের জন্য কঠোর চ্যালেঞ্জের মুখে পড়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের কাছে দেয়া এই রিপোর্টে বান কি মুন বলেন, তালিবানসহ অন্য সশস্ত্র যোদ্ধা এবং মাদক অর্থনীতি আফগানিস্তানের দুর্বল রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় মৌলিক হুমকি সৃষ্টি করেছে। আফগান সরকারী বাহিনী এবং আফগানিস্তানে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী কৌশলগত বিজয় অর্জন করেছে। তবে তারা সরকার বিরোধী সশস্ত্র যোদ্ধাদেরকে পরাজিত করতে পারেনি।
বান কি মুন আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচত আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ জোরদার করা এবং আফগানিস্তানের বাস্তব চাহিদা অনুযায়ী সমন্বয় জোরদার করা। তিনি বলেন, জাতিসংঘ আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক সাহায্য সমন্বিত করার ক্ষেত্রে আরো বেশি ভূমিকা পালন করবে। (লিলি)
|