১০ মার্চ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের প্রতি জর্ডান নদীর পশ্চিম তীরে বসতি এলাকা সম্প্রসারণ পরিকল্পনা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
আরব লীগের মহাসচিব আমর মুসা একই দিন বলেন, ইসরাইলের সম্প্রসারণ পরিকল্পনা মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়ার হুমকি সৃষ্টি করেছে। তিনি বলেন, ইসরাইলের এই পরিকল্পনার অর্থ হচ্ছে ফিলিস্তিনের সঙ্গে শান্তি না চাওয়ার 'অশনি সংকেত' এবং এর মধ্য দিয়ে মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়া 'ব্যর্থতার দিকে যাচ্ছে'।
একই দিন জাতিসংঘ মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে বলেন, ইসরাইলের এই পরিকল্পনা মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি সফররত ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেসের সঙ্গে সাক্ষাত্কালে পশ্চিম তীরে ইসরাইলের বসতি এলাকা সম্প্রসারণ পরিকল্পনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
(খোং চিয়া চিয়া)
|