চীনের কৃষি মন্ত্রণালয়ের প্রধান অর্থনীতিবিদ জাং ইয়ু সিয়াং ১০ মার্চ পেইচিংয়ে বলেছেন, চীনের অধিকাংশ কৃষি পণ্যের গুণগত মান ভাল।
চীনের ১১তম জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে জাং ইয়ু সিয়াং বলেন, চীন বরাবরই কৃষি পণ্যের গুণগতমানের ওপরে গুরুত্ব দিয়ে আসছে। বিশেষ করে গত বছর চীনে ব্যাপক অঞ্চলে কৃষি পণ্যের গুণগতমান উন্নত করার জন্য অভিযান চালানো হয়েছে।
তিনি বলেন, রপ্তানি হওয়া চীনের কৃষি পণ্য বিশ্বে সুনাম অর্জন করেছে। জাপানের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরে চীন থেকে আমদানি করা কৃষি পণ্যের মধ্যে ৯৯.৪২ শতাংশ মানসম্মত ছিল। এবং বিশ্বের কৃষি পণ্যের গড় মানের চেয়ে ভাল। (ইয়াং ওয়েই মিং)
|