v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-10 19:24:17    
দুর্নীতিদমন চীনের দুটি প্রধান সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয়

cri
    চীনের সর্বোচ্চ কর্তৃপক্ষ--চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশন পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে । সাধারণ মানুষ থেকে পদস্থ সরকারী কর্মকর্তা পর্যন্ত সবাই বলছেন , এবারের অধিবেশন জনসাধারণের আকাংখা ও মতামত শোনার একটি অধিবেশন । চীনে দ্রব্য মূল্যের দ্রুত বৃদ্ধি , আবাসিক বাড়ির উচ্চ দামসহ সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলোও ছাড়া দুর্নীতি দূরীকরণ এ বছরের অধিবেশনে সাধারণ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর অন্যতম বিবেচিত হচ্ছে। আমরা প্রথমে শুনব নাগরিকরা কি বলেন ।

    বৃদ্ধ লি ওয়েন সিং বলেন , দুর্নীতির ক্ষতি বিরাট । এতে জনসাধারণের মৌলিক স্বার্থের ক্ষতি হয় এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করে দেয় । আমরা দুর্নীতিকে ঘৃণা করি ।

    শিক্ষিকা সিয়ান হোন বলেন , বড় ধরনের মামলা তদন্ত ও বিচার ছাড়া ছোট ধরনের দুর্নীতি ও খারাপ সামাজিক প্রবণতা বন্ধ করার কাজের ওপর সরকারকে গুরুত্ব দিতে হবে । কেননা ছোটখাটো দুর্নীতি রোধ করতে না পারলে বড় দুর্নীতির আবির্ভাব ঘটবে ।

      চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধিরা সাধারণ মানুষের এই সব অনুরোধ ও মতামত জাতীয় কংগ্রেসের সম্মেলনে পেশ করেছেন । জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি , সি ছুয়ান প্রদেশের গণ অভিশংসক বিভাগের প্রধান তেন ছুয়ান বলেন , দুর্নীতি দমনের কাজ ভালোভাবে চালাতে না পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন বিঘ্নিত হবে , সম্প্রীতিময় সমাজ গড়ে তোলার ক্ষেত্রেও ক্ষতিকর প্রভাব পড়বে । যেই মানুষ দুর্নীতি করুক না কেন , আমরা আইন অনুসারে তার শাস্তি দেবো । দুর্নীতিদমনের জোর প্রচেষ্টা চালাতে হবে ।

    হুনান প্রদেশের উচ্চ আদালতের কর্মী খান ওয়ে মিং বলেন , আইনের সামনে সবাই সমান । দুর্নীতিবাজ যে কোনো পদস্থ কর্মকর্তাকে আমরা কড়াকড়িভাবে আইন অনুসারে শাস্তি দেবো । জনগণের দাবী সরকার ক্ষমতা প্রয়োগের চালিকা শক্তি । সরকারকে জনগণের দাবী অনুসারে দুর্নীতি দমনের কাজ আরো ভালোভাবে করতে হবে।

    চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য , চীনের কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিটির সম্পাদক হো কো ছিয়ান জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে চীন সরকার দুর্নীতি দমনের সংকল্প প্রকাশ করে বলেন , চীনে দুর্নীতির মামলা কম নয় , তাই আমাদের দুর্নীতিদমনের সংকল্প বজায় রাখতে হবে । সরকার দুর্নীতি বরদাস্ত করবে না ।

    চীনের সর্বোচ্চ গণ অভিশংসক বিভাগের প্রধান চা ছুন উয়ান ১০ মার্চ জাতীয় গণ কংগ্রেসে বলেন , গত পাঁচ বছরে এক লাখ ইউয়ান ঘুষ নেয়া ও দশ লাখ ইউয়ান সরকারী অর্থ আত্মসাতের অভিযোগে করার দুর্নীতি মামলার মোট সংখ্যা ৩৫ হাজার দু শ' ৫৫ টি , দুর্নীতিবাজ মধ্যে জেলা পর্যায়ের কর্মকর্তা ১৩ হাজার ৯ শ' ২৯জন , ব্যুরো পর্যায়ের কর্মকর্তার সংখ্যা ৯৩০জন আর প্রদেশ বা মন্ত্রণালয় পর্যায়ের কর্মকর্তা ৩৫জন । এ পর্যন্ত মোট ৪হাজার ৫ শ' ৪৭জন পলাতক দুর্নীতিবাজকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২৪.৪৮ বিলিয়ন ইউয়ান অর্থ আদায় করা হয়েছে ।

    চীনের জাতীয় দুর্নীতি প্রতিরোধ ব্যুরো প্রতিষ্ঠিত হয়েছে । এ ব্যুরো প্রতিষ্ঠা থেকে প্রমাণিত হয়েছে যে চীনের দুর্নীতিদমনের কাজের মান উন্নত হয়েছে । চীনের দুর্নীতি দমনের পূর্ণাঙ্গব্যবস্থা নেয়া হয়েছে ।

    চীনের জনগণ সরকারের প্রচেষ্টার উপর আস্থাশীল । এতে সরকারের সংকল্প আরো দৃঢ করে তুলেছে । চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেন , পরবর্তীকালে দুর্নীতি দমনের ওপর আরো বেশি গুরুত্ব দিতে হবে ।