সম্প্রতি চীন-পেরু মুক্ত বাণিজ্য অঞ্চল বিষয়ক দ্বিতীয় বৈঠক পেইচিং-এ অনুষ্ঠিত হয়েছে। দু'পক্ষ পণ্য বাণিজ্যের কর হ্রাস কাঠামো, বাজারে প্রবেশাধিকার ও কারিজরী বাধা দূরীকরণসহ বিভিন্ন বিষয়ে গভীরভাবে আলোচনা করেছে। এ ছাড়াও পরিবেশ সমস্যা নিয়েও দু'পক্ষ মত বিনিময় করেছে।
দু'পক্ষ আগামী মে মাসে পেইচিং-এ পরবর্তী বৈঠক অনুষ্ঠানে একমত হয়েছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে চীন ও পেরু মুক্ত বাণিজ্য অঞ্চল আলোচনা শুরু করে। বর্তমানে পেরু ল্যাটিন-আমেরিকা অঞ্চলে চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ অংশীদার। গত বছরে দু'দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমান ছিল ৬শ' কোটি মার্কিন ডলার।
(খোং চিয়া চিয়া)
|