গত ৫ বছর চীনের বিভিন্ন পর্যায়ের আদালত ৭০ হাজারেরও বেশী মেধা স্বত্ব মামলা মোকাবেলা করেছে
cri
 গত ৫ বছর চীনের বিভিন্ন পর্যায়ের আদালত মেধা স্বত্বের সঙ্গে সংশ্লিষ্ট ৭০ হাজারেরও বেশী ফৌজদারী , তেওয়ানি ও প্রশাসনিক মামলা নিষ্পত্তি করেছে । চীনের সুপ্রিম কোর্টের প্রধান শিও ইয়াং ১০ মার্চ জাতীয় গণ কংগ্রেসের প্রথম বার্ষিক অধিবেশনে কার্যবিরবনী দাখিল করার সময় এ কথা বলেছেন । তিনি বলেন, গত ৫ বছর ধরে, চীনের বিভিন্ন পর্যায়ের আদালত মেধা স্বত্ব লঙ্ঘনের যে ফৌজদারী অপরাধ মোকাবেলা করেছে তার সংখ্যা এর আগের ৫ বছরের তুলনায় ১.৩৩ গুণ বেশী । মেধা স্বত্ব লঙ্ঘন অপরাধ কাড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করার পাশাপাশি অবৈধভাবে নকল পণ্য উত্পাদন ও বিক্রি সংক্রান্ত মেধা স্বত্ব অপরাধ দমনও জোরদার করা হয়েছে । তিনি বলেন, ২০০৩ থেকে ২০০৭ সাল পযর্ন্ত রচনা অধিকার, পেটেন্ট , ট্রেড মার্ক লঙ্ঘনের ঘটনা, অসুস্থ প্রতিযোগিতা , প্রযুক্তি চুক্তি ও উদ্ভিদের নতুন প্রজাতি নিয়ে বিবিধ বিষয়ে মেধা স্বত্বের দেওয়ানি মামলা এর আগের ৫ বছরের তুলনায় ১.৫ গুণ বেশি । ট্রেড মার্ক, পেন্টেট , কপি রাইট লঙ্ঘণ সহ বিভিন্ন অভিযোগপ্রশাসনিক মামলার সংখ্যা এর আগের ৫ বছরের তুলনায় প্রায় ৫ গুণ বেশি ।(চিয়াং )
|
|