v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-10 18:09:24    
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ বিরতি চুক্তি অসমর্থিত খবর

cri
    গাজা অঞ্চলের ফিলিস্তিন সংশ্লিষ্ট একজন ব্যক্তি ৯ মার্চ জানিয়েছেন, ইসরাইল এবং ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধারা গাজা অঞ্চলে এবং ইসরাইলের দক্ষিণাঞ্চলে বিরতি সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরে একমত হয়েছে।

    ঐ ব্যক্তি বলেন, বিগত দু'দিনে গাজা অঞ্চলে ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধারা ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে মাত্র একটি রকেট বোমা ছুঁটেছে। এ পরিস্থিতিতে ইসরাইল আকাশ ও ভূমি থেকে গাজা অঞ্চলে সামরিক হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি অনুমাণ করে বলেন, দু'পক্ষ বর্তমানে স্থিতিশীলতা বজায় রাখার মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করবে। এর আগে ফিলিস্তিনী যোদ্ধাদের হাতে অপহৃত ইসরাইলী সৈন্য গিলাড শালিটের মুক্তি সম্পর্কিত অচল হয়ে পড়া আলোচনা পুনরায় শুরু হতে পারে।

    তবে হামাস ঐ ব্যক্তির দেয়া তথ্য অস্বীকার করেছে। হামাস বলেছে, যুদ্ধ বিরতি বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন হয়নি। যুদ্ধ বিরতি হলে দু'পক্ষের একই সময়ে তা কার্যকর করতে হবে। যুদ্ধ বিরতির আওতার মধ্যে গাজা অঞ্চল রয়েছে এবং এতে জর্ডান নদীর পশ্চিম তীর অঞ্চল অন্তর্ভূক্ত হতে হবে।

    ইসরাইল এ খবরের কোন প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি এদিন বলেন, গাজা অঞ্চলের পরিস্থিতি এবং ইসরাইলে সংঘটিত সন্ত্রাসী হামলা ইসরাইল এবং ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ায় ইসরাইলী জনগণের আস্থাকে বিষন্ন করেছে। ইসরাইল এবং ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ার যে কোনো অগ্রগতিতে স্পষ্টভাবেই ইসরাইলের নিরাপত্তার দিকটি নিশ্চিত হতে হবে। (লিলি)