v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-10 17:51:23    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৮/৩/১০

cri

     পূর্ব চীনের চিয়াং সু প্রদেশের ছাং চৌ শহরে দেশব্যাপী বিখ্যাত একটি উচ্চ পর্যায়ের পেশাগত শিক্ষা উদ্যান --- ছাং চৌ বিজ্ঞান ও শিক্ষা নগর রয়েছে। এ নগরে বহু পেশাগত বিদ্যালয় সম্মিলিতভাবে চালু রয়েছে। এবং ধাপে ধাপে শিক্ষা, গবেষণা ও শিল্প উন্নয়নের মিলন কেন্দ্রে পরিণত হচ্ছে। এখানে দ্রুত গতিতে বিকশিত অর্থনীতির জন্য প্রয়োজনীয় পেশাগত দক্ষতাসম্পন্ন কর্মীর চাহিদা মেটাতে পারে। ১০ মার্চ শিক্ষার আলো অনুষ্ঠানে লিলু এই সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

    চীনের কুয়াং সি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণাংশের ছুং চোও শহরটি ম্যাংগানিজের নগর বলে পরিচিত। এখানকার ম্যাংগানিজের মজুদ প্রায় ১৫ কোটি টন। এ দিক থেকে চীনে তার স্থান প্রথম। কয়েক বছর আগে ফ্রান্সের এরামেট গোষ্ঠী এখানে একটি ইলেক্ট্রোলাইজ ম্যাংগানিজ ডাইঅক্সাইড কারখানা স্থাপন করেছে। বেলজিয়ামের জন ক্যারেটি এ কারখানার ম্যানেজার হিসেবে কারখানাটি নির্মাণের দায়িত্ব নেন। ক্যারেটির চোখে চীন কী রকম? তিনি কেমন করে চীনে দিন কাটাচ্ছেন? ১২ মার্চ সমাজ দর্পণ অনুষ্ঠানে শি চিং উ জন ক্যারেটির সেই কাহিনী আপনাদের শোনাবেন।

    বছরে এক বার করে আয়োজিত চীনের দু'টি অধিবেশন --- জাতীয় গণ কংগ্রেস ও গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক নিয়মিত অধিবেশন পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। দু'টি অধিবেশনের আলোচ্য বিষয় সরাসরি চীনের উন্নয়ন ব্যবস্থা ও ভবিষ্যত লক্ষ্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে প্রতি বছর দু'টি অধিবেশন চলাকালে বহু বিদেশী তথ্য মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। এ বছরও তাই। ১২ মার্চ ভিন দেশীর চোখে অনুষ্ঠানে সুয়ে ফেই ফেই এ সম্পর্কে একটি রেকর্ডিং ভিত্তিক অনুষ্ঠান আপনাদের শোনাবেন।

    মধ্য চীনের চিয়াংশি প্রদেশের কুইশি শহরে শে জাতির একটি থানা আছে। এই থানা চিয়াংশি প্রদেশ ও ফুচিয়ান প্রদেশের সীমান্ত রেখায় উ ই পাহাড়ের পশ্চিম দিকে অবস্থিত। এই থানার আয়তন ১২২ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১ হাজার ৯০ জন। শে জাতির নিজের ভাষা আছে। তবে তাদের লিখিত ভাষা নেই। তাদের অধ্যুষিত অঞ্চলে হান ভাষা প্রচলিত। ১২ মার্চ ওরা অনন্য অনুষ্ঠানে থান ইয়াও খাং আপনাদের শে জাতির বৈচিত্র্যময় চাল-চলন ও তাদের সুখী জীবনযাপন সম্পর্কে জানাবেন।

    চেংগিস খানের নামটি নিশ্চয়ই আপনাদের কাছে অপরিচিত নয়। ১২ শতাব্দীর প্র্রথম দিকে চেংগিস খান এশিয়ার উত্তরাংশের তৃণভূমির বিভিন্ন সম্প্রদায়কে পুনরেকেত্রীকরণ করেন এবং মঙ্গোলীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এরপর কয়েক দশক ধরে চেংগিস খান ও তাঁর উত্তরসূরীরা মঙ্গোলীয় রাষ্ট্রের প্রশাসনিক শক্তি সম্প্রসারণের জন্য নিরলস প্রচেষ্টা চালান এবং ইউরোপ ও এশিয়াজুড়ে আন্তঃদেশীয় বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এখন সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে এসব কথা ইতিহাসে পরিণত হয়েছে। কিন্তু চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের এরতোস তৃণভূমিতে অবস্থিত চেংগিস খানের কবর জাতীয় কীর্তিময় সৌধ হিসেবে মঙ্গোলীয় জাতির উজ্জ্বল ইতিহাস ও সভ্যতা রেকর্ডকে বহন করছে। ১৩ মার্চ চলুন বেড়িয়ে আসি আসরে ছাও ইয়ান হুয়া ও আবাম ছালাউদ্দিন আপনাদের চেংগিস খানের সমাধিস্থল সম্পর্কিত তথ্যবহুল পরিচয় দেবেন।

    যিনি কমিউনিটির একজন সাধারণ কর্মী। গত ৭ বছর ধরে তিনি আন্তরিকতার সঙ্গে এবং চেষ্টার মাধ্যমে ৫০৮৩ জন নাগরিকের আবাসিক কমিউনিটির জন্য উষ্ণ ও আনন্দ সৃষ্টি করেছেন। তিনি হলেন চীনের নানচিং শহরের হোংহুয়া অর্থাত্ লাল ফুল নামক কমিউনিটির প্রধান ওয়াং চাওই। সবাই তাকে 'কমিউনিটির মা' ডাকেন। ২০০৭ সালের ৬ জুলাই লেনোভো গ্রুপ কোম্পানির কর্মকর্তা তাকে অলিম্পিক গেমসের মশালধারীর সনদপত্র প্রদান করেন। ১৪ মার্চ কন্যা জায়া জননী অনুষ্ঠানে চুং শাও লি কমিউনিটির মা ওয়াং চাও ই'র কাহিনী আপনাদের শোনাবেন।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি। (ইয়ু কুয়াং ইউয়ে)