৯ মার্চ চীনের সংস্কৃতি উপ-মন্ত্রী চৌ হো পিংকে উদ্ধৃত করে পিপলস ডেইলি পত্রিকা জানিয়েছে, কেন্দ্রীয় আর্থিক সমর্থনে চীন গ্রামীণ জন কল্যাণমূলক সংস্কৃতিক উন্নয়ন জোরদার করেছে।
চৌ হো পিং পেইচিং-এ বলেন, গত বছর থেকে ২০১১ সাল পর্যন্ত সময়কালে মধ্য-পশ্চিমাঞ্চলের গ্রাম ও জেলার সংস্কৃতি কেন্দ্র নির্মাণে প্রায় ৪শ' কোটি ইউয়ান কেন্দ্রীয় অর্থ ব্যয় করা হবে। তাছাড়া গ্রামে বই প্রেরণ প্রকল্প, গ্রামীণ সংস্কৃতির ভিত্তি গড়ে তোলার জন্য পেশাদার ও অপেশাদার ব্যক্তিদের প্রশিক্ষণের কাজও এগিয়ে নিয়ে যাওয়া হবে।
(খোং চিয়া চিয়া)
|