v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-10 17:43:41    
নেপাল এক চীন নীতিতে অবিচল থাকবে

cri

**নেপাল এক চীন নীতিতে অবিচল থাকবে

    নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রাসাদ কোইরালা ৩ মার্চ বলেছেন , নেপাল সরকার এক চীন নীতি মেনে চলছে ।

    নেপাল ও চীনের পররাষ্ট্র সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণকারী চীনের পররাষ্ট্র মন্ত্রীর সহকারী হো ইয়া ফেইর সঙ্গে বৈঠককালে কোইরালা বলেছেন , নেপাল সরকার স্বাধীন তাইয়ানের প্রয়াস ও তাইওয়ানের জাতিসংঘে যোগদানের বিরোধীতা করে , তা ছাড়া , নেপাল সরকার স্বাধীন তিব্বত প্রয়াসীদের নেপালের ভূভাগ ব্যবহার করে পেইচিং অলিম্পিক গেমসকে ধ্বংস করার অনুমোদন দেবে না ।

**"চীন ও শ্রীলংকার মৈত্রী বর্ষ" সুষ্ঠুভাবে শেষ করা এবং শ্রীলংকার ৬০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান পেইচিংয়ে শুরু

    চীনে শ্রীলংকা দূতাবাস "চীন ও শ্রীলংকার মৈত্রী বর্ষ" সুষ্ঠুভাবে শেষ করা এবং শ্রীলংকার ৬০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ৩ মার্চ পেইচিংয়ে উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করে।

    শ্রীলংকার প্রেসিডেন্টের স্ত্রী শিহ লান্ডি লগুমোকেসা এবং চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ও চীনের নারী সমিতির চেয়ারম্যান কু সিউ লিয়াং অনুষ্ঠানে উপস্থিত থেকে ভাষণ দিয়েছেন।

    লান্ডি লগুমোকেসা বলেছেন, স্বাধীনতার ৬০ বছর ধরে শ্রীলংকা বহু ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। শ্রীলংকা ও চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের জন্য গত বছর দু'দেশের জনগণ বহু সফল অনুষ্ঠানের আয়োজন করে।

**পাকিস্তানের পিপিপি ও পিএমএল-এন যৌথ সরকার গঠনে একমত হয়েছে

    পাকিস্তানের পিপিপি ও পিএমএল-এন-এর নেতারা ৯ মার্চ পাকিস্তানের উত্তরাঞ্চলের মুরীতে বৈঠক করেছেন। বৈঠক শেষে দুই পার্টি যৌথ সরকার গঠনের বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে।

    বিবৃতি অনুযায়ী "পিপিপি ও পিএমএল-এন মুরী শীর্ষ সম্মেলনে" একমত হয়েছে যে, ৩০ দিনের মধ্যে গত বছর পদচ্যূত বিচারপতিদেরকে পুনর্বহলে করা হবে, পিপিপি যে প্রধানমন্ত্রীর নাম সুপারিশ করবে তিনিই দুই দলের সমর্থন পাবেন। প্রধানমন্ত্রীর উচিত হবে দু'দল নির্ধারিত সময়সূচিকে ত্বরান্বিত করা।

    বিবৃতিতে আরো বলা হয়, জাতীয় পরিষদের স্পীকার ও ডেপুটি স্পীকারের পদে নিযুক্ত হবেন পিপিপি'র সদস্য। পাঞ্জাব প্রাদেশিক পরিষদের স্পীকার ও ডেপুটি স্পীকার পিএমএল-এন থেকে হবেন।

    পিএমএল-এন-এর নেতা নেওয়াজ শরিফ বৈঠকের পর অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, তিনি পিপিপি'র যুগ্ম চেয়ারম্যান আসিফ আলি জারদারি'র সঙ্গে গণতান্ত্রিক সনদ স্বাক্ষর করেছেন। এই সনদ শরিফ ও সাবেক নেতা বেনজির ভূট্টোর মিলিত উদ্যোগে তৈরী করা হয়।

**আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে ভারত-মার্কিন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শেষ

    ভারত আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে ভারত-মার্কিন পরমাণু চুক্তি স্বাক্ষর সংক্রান্ত আলোচনা শেষ করেছে । ৮ মার্চ সাংবাদিকদেরকে দেয়া একটি সাক্ষাত্কারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি এ কথা বলেন। তিনি বলেন, আলোচনার পর্যায় শেষ হয়েছে। ইউপিএ সরকার এ বাম পন্থী দলগুলোকে নিয়ে আলোচনার জন্য শীগগরিই বৈঠকে বসবে । প্রণব মুখার্জী অগ্রীম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা বাতিল করে দিয়েছেন। তিনি বলেন, ক্ষমতাসীন ইউপিএ কোনো মতেই যৌথ সরকারকে পরিত্যাগ করবে না। একই দিন ভারতের কমিউনিষ্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য সীমারাম কেশুরি বলেন, ভারতের কমিউনিষ্ট পার্টি বারবার এই পরমাণু চুক্তি স্বাক্ষরের বিরোধিতা করেছে। একই সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে ভারতের কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক এবি বর্ধনের পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, যদি সরকার ভারত-মার্কিন পরমাণু চুক্তি স্বাক্ষর করার চেষ্টা অব্যাহত রাখে তাহলে বাম পন্থী ক্ষমতাসীন সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে । এ ছাড়া তাদের আর কোনো বিকল্প থাকবে না ।

**ভারতের ব্রামোস ক্ষেপনাস্ত্রের নিক্ষেপ সফল হয়েছে

    ৬ মার্চ ভারতীয় তথ্য মাধ্যমের খবরে প্রকাশ , ৫ মার্চ ভারত পরীক্ষামূলকভাবে সাফল্যের সঙ্গে "ব্রামোস" নামে একটি সমুদ্র থেকে উত্ক্ষেপণযোগ্য সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ।

    ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার কথা উদ্ধৃত দিয়ে খবরে বলা হয়েছে , ৫ মার্চ সকালে "ব্রামোস" সুপারসনিক ক্রুজ ক্ষেপনাস্ত্র একটি "রাজপুত" পর্যায়ের ক্ষেপনাস্ত্র ধ্বংসকারী ইউনিট থেকে নিক্ষেপ করা হয় এবং সাফল্যের সঙ্গে নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে পেরেছে । তিনি বলেন , এবারের পরীক্ষা প্রমাণ করেছে যে , ভারতের সমুদ্র থেকে স্থলে আঘাত হানার সামর্থ্য আছে ।