৯ মার্চহামাস ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা প্রস্তাব বাস্তবায়নের কথা অস্বীকার করেছে ।
হামাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা মোহাম্মদ নসর এদিন বলেন, যুদ্ধবিরতির বিষয়ে হামাসের মনোভাবের কোনো পরিবর্তন হয় নি । তা হলো যুদ্ধবিরতি সম্পর্কে যে কোনো তত্পরতা পারস্পরিক ও সার্বিক । যুদ্ধবিরতি দু'পক্ষের একই সাথে বাস্তবায়ন করতে হবে । এর আওতায় গাজা এবং জর্দান নদীর পশ্চিম তীর অঞ্চলকেও অন্তর্ভুক্ত করতে হবে ।
ইসরাইল যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে চাইলে হামাসের অনুরোধ গ্রহণ করতে হবে । নসর আরও বলেন, মিশর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে উভয়েই জন্যে একটি গ্রহণযোগ্য চুক্তি প্রণয়ণের উদ্দেশ্যে সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে ।
এর আগে এক খবরে জানা গেছে, মিশরসহ বিভিন্ন পক্ষের চেষ্টায় ইসরাইল এবং হামাস সম্প্রতি যুদ্ধবিরতি সম্পর্কে পরোক্ষ সংলাপের মাধ্যমে সমঝোতা বাস্তবায়ন করেছে । তবে ইসরাইলী বাহিনী ও সরকার এ বক্তব্যকে অস্বীকার করেছে ।
(ছাও ইয়ান হুয়া)
|