৯ মার্চ পিপিপি'র ভাইস চেয়ারম্যান মাখদুম আমিন ফাহিম প্রধানমন্ত্রী পদে প্রার্থীতা পরিত্যাগ সংক্রান্ত রিপোর্ট অস্বীকার করেছেন ।
পাকিস্তানের জাতীয় টেলিভিশন দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, তিনি প্রধানমন্ত্রী পদে প্রার্থী হচ্ছেন। তাঁর প্রধানমন্ত্রীর পদের প্রার্থীতা পরিত্যাগ করা সম্পর্কিত রিপোর্টটি সম্পূর্ণ ভুল । তিনি বলেন, পিপিপি এবং পিএমএল-(এন)'র মুরি জেলার বৈঠকে তার অংশ না নেয়ার কারণ হলো তিনি এ দু'পার্টির আলোচক দলের সদস্য নন ।
তিনি আরও বলেন, পিপিপি'র অভ্যেন্তরে প্রধানমন্ত্রী পদপার্থীর বিষয়ে কোনো মতভেদ নেই । তিনি পিপিপি এবং পিএমএল-(এন) প্রকাশিত যৌথ বিবৃতিকে স্বাগত জানান এবং আশা করেন, দু'পার্টি সহযোগিতার মাধ্যমেদেশের অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করবে ।
পিপিপি জাতীয় পার্লামেন্টের নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই ফাহিমকে প্রধানমন্ত্রী পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয় ।
(ছাও ইয়ান হুয়া)
|