চেক প্রজাতন্ত্রে চীনের শান্তিপূর্ণ একীকরণ তরান্বিতকরণ পরিষদসহ প্রবাসী চীনাদের ৭টি সংগঠন ৮ মার্চ প্রাগে একটি যৌথ বিবৃতিতে তাইওয়ানের জাতিসংঘে যোগ দেয়া সংক্রান্ত গণভোট আয়োজনের তীব্র নিন্দা করেছে।
বিবৃতিতে বলা হয়, তাইওয়ান কর্তৃপক্ষ স্বাধীনতার আকাঙ্ক্ষা চরিতার্যতা করতে বৈঠতা অর্জনের প্রয়াস চালাচ্ছে, যা বিদেশে প্রবাসী চীনাসহ সকল চীনাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁয়ে দেওয়ার শামিল। তাদের এই আচরণে চেক প্রজাতন্ত্রের প্রবাসী চীনারা ক্ষুব্ধ এবং যে কোনো বিচ্ছিন্নতাবাদী ব্যক্তি বা প্রয়াসের দৃঢ় বিরোধিতা করে। (ইয়াং ওয়েই মিং)
|