পেইচিংয়ে চীনের জাতীয় গণ কংগ্রেস ও রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশন চলছে । চীন সরকার মুদ্রাস্ফীতি ও অর্থনীতির অতিরিক্ত প্রবৃদ্ধি রোধ করার জন্য যে ব্যবস্থা নিয়েছে , তা বেশ কয়েকটি বিদেশী সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে ।
৬ মার্চ ব্রিটেনের সংবাদ মাধ্যমের খবরে সংস্কার ও উন্মুক্তকরণ এবং অর্থনীতির অতিরিক্ত প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি রোধ করার ক্ষেত্রে চীন সরকারের ব্যবস্থা সম্পর্কে ব্যাপক প্রচার করা হয়েছে ।
৫ মার্চ নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইটের খবরে জানা গেছে , মুদ্রাস্ফীতি ও অর্থনীতির অতিরিক্ত প্রবৃদ্ধি রোধ করা ২০০৮ সালে চীনের একটি মূল নীতি ।
জাপানের নিক্কেই পত্রিকার প্রতিবেদনে বলা হয় , সরকারী কার্য বিবরণী থেকে বোঝা যায় , চীন আর্থিক ব্যয় বাড়ানোর মাধ্যমে অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ । (থান )
|