বিভিন্ন দেশ অনুষ্ঠান আয়োজনের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে।
এ দিন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নারী দিবস পালন করেছে। পাকিস্তান সরকার নারীদের জন্য আরো সুন্দর ও নিরাপদ ভবিষ্যত তৈরী করবে। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন সরকার নারীদের ভূমিকা জোরদার করার জন্য ব্যবস্থা নেবে।
চলতি বছর তুর্কমেনিস্তান প্রথম বারের মতো অনুষ্ঠন করে নারী দিবস পালন করেছে। তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট কুরবাঙ্গুলি বারদিমুখামেদভ ৮ মার্চ বলেন, এই দিবসে নারীদেরকে আসল মা হিসেবে মর্যাদা দেয়া হয়। তিনি দেশের সকল নারীর জন্য মাথাপিছু ১০ ডলারের সমপরিমান অর্থ বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ৮ মার্চ এলিসি প্রাসাদে এক'শো জন নারী প্রতিনিধির সঙ্গে সাক্ষাত করেছেন। তিনি বলেছেন, সমাজের বিভিন্ন স্তরে এবং কর্ম ক্ষেত্রে নারীদের ভূমিকা ক্রমাগত বাড়ছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, ২০০৯ সালে সরকার চাকরি ক্ষেত্রে নারীদের জন্য সমান সুযোগ এবং বেতনের জন্য একটি আইন প্রনয়ন করবে। (ইয়াং ওয়েই মিং)
|