v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-08 19:51:24    
বিদেশের পার্লামেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা ও পূর্ণাঙ্গ করেছে চীনের ১০তম জাতীয় গণ কংগ্রেসে

cri

৮ মার্চ চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও পেইচিং-এ বলেছেন, বিদেশের পার্লামেন্টগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা ও পূর্ণাঙ্গ করে তোলা হচ্ছে জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির দশম অধিবেশনের বৈদেশিক যোগাযোগ কাজের গুরুত্বপূর্ণ অগ্রগতি।

১১তম জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির প্রথম অধিবেশন পেইচিং-এ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে ১০তম জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির কার্যমেয়াদ শেষ হবে। ৮ মার্চ উ পাং কুও ১০তম গণ কংগ্রেসের স্থায়ী কমিটির পক্ষ থেকে কর্ম রিপোর্ট উপস্থাপন করেন।

তিনি বলেন, জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি ৫টি মহাদেশের ১৪টি দেশের পরিষদ ও ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা ও পূর্ণাঙ্গ করেছে। এই ব্যবস্থার মধ্য দিয়ে চীন ও বিদেশের যোগাযোগ ও সহযোগিতা গভীর এবং ব্যাপক হয়েছে। যোগাযোগের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রয়েছে। তিনি বলেন, ভাবিষ্যতে জাতীয় গণ কংগ্রেস বিদেশী পার্লামেন্ট, আন্তর্জাতিক ও আঞ্চলিক পার্লামেন্টের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ জোরদার করে বিভিন্ন ক্ষেত্রের কার্যকর সহযোগিতা বৃদ্ধি ও গভীরতর করবে।

জানা গেছে, নিয়মিত যোগাযোগ ব্যবস্থা ছাড়া বর্তমানে চীনের জাতীয় গণ কংগ্রেস ১৭৮টি দেশের পার্লামেন্টের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করেছে কিংবা করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ ছাড়াও জাতীয় গণ কংগ্রেস ১২টি আন্তর্জাতিক ও আঞ্চলিক পার্লাটেন্টারি সংস্থার সদস্য।

(খোং চিয়া চিয়া)