৮ মার্চ চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির মুখপাত্র লি পু মিন চীনের সরকারী ওয়েব-সাইটে সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন, এ বছর চীনের জ্বালানী সাশ্রয় ও লোকসান কমানো এবং দূষিত পদার্থ-নির্গমনের মাত্রা হ্রাসের কাজের পরিধি বাড়ানো হবে তিনি আশা প্রকাশ করেন, একাজে সাফল্যও অর্জিত হবে।
লি পু মিন বলেন, এ বছর ১ কোটি ৩০ লাখ কিলোওয়াট বিদ্যুত উত্পাদন ক্ষমতাসম্পন্ন ছোট তাপবিদ্যুত কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হবে। পৃথক পৃথকভাবে ৫ কোটি টন সিমেন্ট, ৬০ লাখ টন ইস্পাত ও ১ কোটি ৪০ লাখ টন লোহা উত্পাদনে সক্ষম পশ্চাত্পদ কিছু কারখানা বন্ধ করা হবে। প্রাকৃতিক ক্ষতিপূরণ ব্যবস্থা দ্রুত প্রতিষ্ঠা করে জ্বালানী সাশ্রয় ও লোকসান এবং নির্গমন হ্রাস উপযোগী শিল্পের মূল্য, কর ও আর্থিক সুবিধাসহ বিভিন্ন উত্সাহজনক ব্যবস্থা কার্যকর ও পূর্ণাঙ্গ করে তোলা হবে। পাশাপাশি নবায়নযোগ্য অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত এবং সার্বিকভাবে দূষণহীন উত্পাদন ব্যবস্থাকে এগিয়ে নেওয়া হবে।
২০০৭ সালে চীনের মাথাপিছু জিডিপির বিপরীতে জ্বালানী ব্যয় ২০০৬ সালের চেয়ে অনেক কমেছে। এর পাশাপাশি সালফারডাই-অক্সাইড, সি ও ডি'র মতো দূষিত পদার্থের নির্গমনের মাত্রা প্রথম বারের মতো একই সঙ্গে কমেছে।
(খোং চিয়া চিয়া)
|