|
 |
(GMT+08:00)
2008-03-08 18:56:04
|
চীনের তুষার দুর্গত অঞ্চলে বিদ্যুত নেটওয়ার্ক পুনরুদ্ধার
cri
তুষার দুর্যোগে বিপর্যস্ত বিদ্যুত নেটওয়ার্কগুলো সম্প্রতি পুনরায় চালু হয়েছে। ৮ মার্চ চীনের দক্ষিণ বিদ্যুত নেটওয়ার্ক কোম্পানির পাখা কুই চৌ'র বিদ্যুত নেটওয়ার্ক পুনর্নির্মাণের সকল কাজ শেষ হয়েছে। সবচেয়ে গুরুতর তুষার দুর্গত এলাকা হু নান, চেচিয়াং প্রদেশের বিদ্যুত সরবরাহ নেটওয়ার্ক পুনরুদ্ধারের কাজ ৮ তারিখে শেষ হয়েছে। এ পর্যন্ত দেশের সবগুলো বিদ্যুত নেটওয়ার্ক আবার চালু হয়েছে। (ইয়াং ওয়েই মিং)
|
|
|