৯৮তম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চীনের নারী ফেডারেশনের উদ্যোগে ৭ মার্চ পেইচিংয়ে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । চীন ও বিদেশের নারী প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশ নেন ।
জাতীয় নারী ফেডারেশনের চেয়ারম্যান কু সিউ লিয়েন অনুষ্ঠানে বিভিন্ন দেশের নারীদের প্রতি নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন , চীনের অর্থনীতির স্থিতিশীল বৃদ্ধি ও সমাজের সার্বিক অগ্রগতির সঙ্গে সঙ্গে চীনের নারী সমাজেরও দ্রুত অগ্রগতি হয়েছে । বর্তমানে চীনে নারী কর্মীর সংখ্যা ৩৪.৭ কোটি , এটা চীনের মোট কর্মীর ৪৫.৪ শতাংশ । নারীর গড় আয়ু ৭৫.২৫ বছর । নারীদের রাষ্ট্রীয় কাজে অংশ নেয়ার সুযোগ নিশ্চিত করার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে । এরই মধ্যে নারী চীনের উন্নয়ন ও অগ্রগতির অংশীদারে পরিণত হয়েছে ।
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ওয়াং চাও কো ও হো রু লি এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নারী প্রতিনিধি , চীনে নিযুক্ত নারী কূটনীতিক , কূটনীতিকদের স্ত্রী ও নারী বিশেষজ্ঞসহ মোট দেড় হাজার মানষ অভ্যর্থানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
|