৬ মার্চ সন্ধ্যায় ইসরাইলের জেরুজালেমে ইহুদদের একটি ধর্মীয় স্কুলে বন্দুকধারীর গুলিতে ৮ ছাত্র নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ৭ মার্চ ইসরাইলের সামরিক বাহিনী ও নিরাপত্তা বিভাগ সেখানে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে।
৭ মার্চ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিখাইল কামিনিন বলেন, রাশিয়া এই হামলার তীব্র নিন্দা করে। রাশিয়া সংশ্লিষ্ট পক্ষগুলোকে ফিলিস্তিন-ইসরাইল আলোচনার প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
একই দিন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বারনার্ড কুশনার এই হামলার তীব্র নিন্দা করেছে এবং রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষের চূড়ান্ত সমাধানের কথা জোর দিয়ে বলেছে।
৬ মার্চ জাতিসংঘ মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে এই হামলার নিন্দা করেন। একই দিন সন্ধ্যায় নিরাপত্তা পরিষদে এব্যাপারে জরুরী আলোচনা হয়েছে।
তাছাড়া, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ইইউ'র কূটনীতি ও নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধি হ্যাভিয়ের সোলানা মাদারিয়াগা ছাড়াও মার্কিন পররাষ্ট্র বিভাগ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ৬ মার্চ এই হামলার নিন্দা জানিয়েছে।(খোং চিয়া চিয়া)
|