৭ মার্চ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং বলেন, চীন জেরুজালেমে ইহুদীদের স্কুলে হিংসাত্মক হামলার তীব্র নিন্দা করে ।
জানা গেছে, ৬ মার্চ রাতে একজন সশস্ত্র জঙ্গী জেরুজালেমের একটি ইহুদী স্কুলে এ হামলা চালায় । এতে ৮ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে । এ সম্পর্কে সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে ছিন কাং বলেন, চীন নিরীহ লোকজনের ওপর চালানো হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা করে । চীন বিভিন্ন পক্ষকে সংযম বজায় রেখে উত্তেজনাময় পরিস্থিতি তীব্রতর করার তত্পরতা এড়ানোর আহ্বান জানায় ।
(ছাও ইয়ান হুয়া)
|