v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-07 19:19:21    
কৃষি শ্রমিক জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হওয়া থেকে চীনের গণতান্ত্রিক রাজনৈতিক নির্মাণের প্রক্রিয়াকে দর্শন করা

cri

    ৩৪ বছর বয়সী হু সিয়াওইয়েন দক্ষিণ পশ্চিম চীনের সি ছুয়ান প্রদেশের একজন কৃষক ছিলেন । ১০ বছর আগে তিনি জন্মভূমি ত্যাগ করে চীনের অন্যতম শিল্পোন্নত প্রদেশ কুয়াংতুং প্রদেশে মজুরি করতে যান । হয়তো তিনি স্বপ্নে ভাবতেও পারেননি যে , তিনি এবং অন্য দুজন কৃষি শ্রমিক কুয়াংতুং প্রদেশের জাতীয় গণ কংগ্রসের প্রতিনিধি নির্বাচিত হয়ে চীনের পাঁচ বছর মেয়াদী নতুন সর্বোচ্চ ক্ষমতা সংস্থার একজন সদস্য হতে পারেন । বলা যায় , এটা চীনের গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ঘটনা ।

    বিংশ শতাব্দীর সত্তর দশকের শেষ দিক থেকে সংস্কার ও উন্মুক্তকরণের নীতি চালু হওয়ার পর চীনের অর্থনীতিরদ্রুত প্রবৃদ্ধি হয়েছে । শিল্প কাঠামোর পুনর্বিন্যাসের পাশাপাশি অধিক থেকে অধিকতর কৃষক জমি ত্যাগ করে শহরে মজুরী করতে যাচ্ছে । তাদেরকে " কৃষি শ্রমিক" বলা হয় । এক অসমাপ্ত পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে চীনের কৃষি শ্রমিকের সংখ্যা ১৩ কোটিতে দাঁড়িয়েছে । তাঁরা প্রধানত নির্মাণ শিল্প, তৈরী শিল্প এবং পরিবহন শিল্পেনিয়োজিত রয়েছেন। চীনের শিল্প শ্রমিকের একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ হিসেবে তাঁরা শহরের নির্মাণ ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখছেন । বহু বছর ধরে চীন বিশ্বের অর্থনীতি প্রবৃদ্ধির চালিকা শক্তি। তাই বলা যায় , চীনের কৃষি শ্রমিক বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধির জন্য অবদান রেখেছেন ।

    কিন্তু চীনে শহর ও গ্রামাঞ্চলের নাগরিকদের ভিন্ননিবন্ধন ব্যবস্থা কার্যকর করার কারণে কৃষি শ্রমিক বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে দুর্বল । শহুরে নাগরিকদের তুলনায় শিক্ষা , চিকিত্সা , আবাসন , সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থানে তারা অপেক্ষাকৃত বেশী অসুবিধার সম্মুখীন । এছাড়াও শিক্ষার মান নিচু এবং আইনগত চেতনা দুর্বল বলে তাদের বেশ কয়েকটি বৈধ অধিকার ও স্বার্থ তাদের কর্মরত ইউনিটের কাছ থেকে পায় না । যার কুফল সমাজের ন্যায্য অধিকারেরওপর নেতিবাচক প্রভাব ফেলেছে এবং চীনের জাতীয় গণ কংগ্রেসের , চীন সরকারের এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করেছে ।

    তিনজন কৃষি শ্রমিক চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি হয়েছেন । তারা সংবিধান অনুযায়ী সরাসরি রাষ্ট্রের রাজনৈতিক নীতি প্রণয়ণে অংশ নিয়েছেন । যাতে কৃষি শ্রমিক শ্রেণীরস্বার্থ ও অধিকার উচ্চ স্তরে রক্ষা করা যায় । এথেকে সার্বিকভাবে জাতীয় গণ কংগ্রেস ব্যবস্থার গণতন্ত্রতত্ত্বপ্রমাণিত হলো।

    তিনজন কৃষি শ্রমিকেরজাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি হওয়াটা জাতীয় গণ কংগ্রেসের এবারের বার্ষিক অধিবেশনের একমাত্র নতুন বৈশিষ্ট্য তা নয় । এবারের বার্ষিক অধিবেশনে শ্রমিক প্রতিনিধিদের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে । বুনিয়াদী স্তরের কৃষক প্রতিনিধির সংখ্যা ৭০ শতাংশ বেড়েছে । এটা চীনের গণতান্ত্রিক রাজনৈতিক জীবনের বিরাট পরিবর্তনের পরিচায়ক ।

     উল্লেখ্য যে, চীনের গণতান্ত্রিক রাজনৈতিক জীবনের অগ্রগতি আজকে শুরু হয়নি । ব্যক্তিগত অর্থনীতি পুনরুত্থানের সাথেসাথে বহু ব্যক্তিগত শিল্পপতি দশ বারো বছর আগেই জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি হয়েছেন । ২০০২ সালে চীনের কমিউনিষ্ট পার্টির ১৬তম কংগ্রেসে বেশ কিছু ব্যক্তিগত শিল্পপতি পার্টির জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হয়েছেন । ২০০৫ সালে ৩০জন ব্যক্তিগত শিল্পপতি ও ২৩জন কৃষি শ্রমিক প্রথমবারের মতো " জাতীয় শ্রেষ্ঠ শ্রমিক"-এর প্রার্থী নির্বাচিত হয়েছেন । ২০০৭ সালে চীনের কমিউনিষ্ট পার্টির সদস্য নন এমন ব্যক্তি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হয়েছেন । এটা কয়েক দশকের নিয়ম ভাঙ্গল । এথেকে স্পষ্টভাবে চীনের গণতান্ত্রিক রাজনৈতিক জীবনের স্থিতিশীল প্রক্রিয়ার বিষয়টি যায় ।

    অব্যাহতভাবে চিন্তাধারা মুক্তকরণ করা , সংস্কার ও উন্মুক্তকরণের পথে অটল থাকা , বিজ্ঞান উন্নয়ন জোরদার করা এবং সমাজের সুষমতা তরান্বিত করার পথ বেয়ে চীনের সমাজতান্ত্রের গণতান্ত্রিক রাজনৈতিক নির্মাণ অবশ্যই আদর্শময় পর্যায়ে উন্নীত হবে । পারদর্শী ব্যক্তিরা মনে করেন , সরকারের সংস্কারকে প্রধান বিষয় হিসেবে গ্রহণ করে চীনের গণতান্ত্রিক রাজনৈতিক নির্মাণকাজ সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির উন্নতব্যবস্থা, সুষম সমাজ গড়ে তোলা এবং দুর্নীতি দমন ও সরল সরকার গঠনের সঙ্গে সমন্বয় করে ব্যাপক ক্ষেত্রে স্থিতিশীলভাবে অগ্রগতি লাভ করবে ।

    অনুমাণ করা যাচ্ছে , পরবর্তীকালে কৃষি শ্রমিক প্রতিনিধির সংখ্যা আরও বাড়বে । নিঃসন্দেহে , অর্থনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হওয়ার সাথেসাথে চীন জাতীয় গণ কংগ্রেস , রাজনৈতিক পরামর্শ সম্মেলন, পার্টির ভেতর ও বুনিয়াদী স্তর সহ বিভিন্ন স্তরের গণতান্ত্রিকনির্মাণ কাজ জোরদার করবে । চীন নিজের রাষ্ট্রীয় অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি সৃষ্টি করতে পারবে । ---চুং শাওলি