মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের উপমুখপাত্র টম ক্যাসি ৬ মার্চ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে চলতি বছরের মে মাসের আগেই দু'দেশের মধ্যে ২০০৬ সালে স্বাক্ষরিত বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি বাস্তবায়নের তাগিদ দিচ্ছে।
ক্যাসি সংবাদদাতাকে বলেছেন, নভেম্বর মাসে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কারণে কংগ্রেস দু'দেশের বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি সম্পর্কিত আলোচনা এবং অনুমোদনের বিষয়টি দ্রুত সম্পন্ন করা উচিত। নচেত্ যুক্তরাষ্ট্রের নতুন সরকার অন্যান্য আলোচ্যবিষয়কে অগ্রাধিকার হিসেবে গ্রহণ করতে পারে।
নিউইয়র্ক টাইমস সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার ৫ মার্চ ভারতের নয়া দিল্লীতে বলেছেন, ভারতের মার্চ মাসের মধ্যেই চুক্তি সংক্রান্ত সকল আলোচনা সম্পন্ন করা উচিত। যাতে বুশ সরকার জুন মাসে কংগ্রেসের গ্রীষ্মকালীন ছুটির আগে এই চুক্তিটি কংগ্রেসে উত্থাপন করে ভোটে দিতে পারে।(লিলু)
|