আফগানিস্তানের পুনর্গঠন ও অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তার জন্য ৬ মার্চ প্রথমবারের মতো চেক প্রজাতন্ত্র বেসামরিক বিশেষজ্ঞদের আফগানিস্তানে পাঠিয়েছে।
জানা গেছে, বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে কৃষি ও স্থাপত্য ক্ষেত্রের বিশেষজ্ঞ।তাদের দায়িত্ব হচ্ছে লোগার প্রদেশের অধিবাসীদেরকে যুদ্ধোত্তর পুনর্গঠনে সাহায্য করা। এছাড়াও, চেক প্রজাতন্ত্র এ প্রদেশে জলসেচ ক্ষেত্রের বিশেষজ্ঞ পাঠানোর কথাও ভাবছে।
আফগানিস্তানের লোগার প্রদেশের লোকসংখ্যা ৩.৫ লাখ । ন্যাটোর পরিকল্পনা অনুযায়ী , এ প্রদেশের পুনর্গঠন ও নিরাপত্তার পুরো দায়িত্ব চেক প্রজাতন্ত্রের। লিথুয়ানিয়া ও হাংগেরির পরে, চেক প্রজাতন্ত্র হচ্ছে একটি প্রদেশের নিরাপত্তা ও পুনর্গঠনের লক্ষ্যে ন্যাটোর দেশগুলোর মধ্যে তৃতীয় দেশ।
জানা গেছে, ৬ মার্চ চেক প্রজাতন্ত্র লোগার প্রদেশে ৫০ জন সৈন্য পাঠানোয় সেখানকারের সৈন্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে ।-ওয়াং হাইমান
|