৭ মার্চ দারফুর বিষয়ক চীন সরকারের বিশেষ প্রতিনিধি লিউ কুই চিন পেইচিংয়ে বলেন, দারফুর সমস্যায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত একই আওয়াজ তোলা।
দারফুর সমস্যা সম্পর্কিত এক সাংবাদিক সম্মেলনে লিউ কুই চিন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সুদানের প্রতিরোধ আন্দোলনকে ভুল সংকেত দেয়া ঠিক নয় বরং একই আওয়াজ তোলা উচিত । তা হলো যৌথ শান্তি রক্ষী বাহিনী যত দ্রুত সম্ভব সেখানে মোতায়েন এবং রাজনৈতিক সমঝোতার প্রক্রিয়া ত্বরান্বিত করা ।
লিউ কুই চিন বলেন, চীন সুদানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখে বলে দারফুর সমস্যায় চীন বিশেষ ভুমিকা পালন করতে সক্ষম । তবে চীনের প্রভাবের জন্য অতিরিক্ত আশাবাদী থাকা উচিত নয় । দারফুর সমস্যার সমাধানে বিভিন্ন পক্ষের যৌথ প্রয়াস দরকার ।
তিনি আরও বলেন, চীন অনেক কাজ করেছে । দারফুরে চীন ৩১৫জন ইঞ্জিনিয়ারীং সৈনিক নিয়ে গঠিত শান্তিরক্ষী দল পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং এর মধ্যে ১৪০জন ইতোমধ্যেই সেখানে পৌঁছেছে । গত বছর চীন সুদান সরকারকে ৮ কোটি ইউয়ান মানবিক সাহায্য দিয়েছে এবং আরও ৯ কোটি মার্কিন ডলার সুবিধাজনক ঋণ দেবে ।
লিউ কুই চিন বলেন, দারফুর সমস্যাকে পেইচিং অলিম্পিক গেমসের সঙ্গে সম্পৃক্ত করা যুক্তিহীন । কোনো ব্যক্তির কোনো অজুহাতে অলিম্পিক গেমসে কলংক লেপন করার অপচেষ্টা সফল হবে না ।
(ছাও ইয়ান হুয়া)
|