৫ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র কমিটির এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় এবং বিশ্ব পরিবেশ গোষ্ঠীর চেয়ারম্যান এনি এফ এইচ ফালেওমাভায়েগা চীনের প্রেসিডেন্ট হু চিন থাও-এর ৪ মার্চের তাইওয়ান প্রণালীর দু'পারের সম্পর্ক সংক্রান্ত ভাষণের উচ্চ মূল্যায়ন করেছেন। তিনি মনে করেন, হু চিন থাও'র ভাষণ দু'পারের উত্তেজনাময় পরিস্থিতি প্রশমিত করার জন্য কল্যাণকর।
তিনি আরো বলেছেন, চীনের নেতৃবৃন্দ একচীন নীতির আলোকে দু'পারের বিনিময় ও সংলাপের পক্ষপাতী। এ জন্য তিনি সন্তোষ প্রকাশ করেন।
মার্কিন - চীন সম্পর্কের ওপর তিনি বলেছেন, চীন এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করছে। তিনি তার প্রশংসা করেন। তিনি আশা করেন, দু'দেশ বিনিময়ের সেতু গড়ে তোলার জন্য বিনিময় বজায় রাখবে।(লিলু)
|