দারফুর সমস্যা সংক্রান্ত চীনা বিশেষ প্রতিনিধি লিউ কুই চিন ৭ মার্চ বলেছেন, দারফুর সমস্যা পেইচিং অলিম্পিক গেমসের সঙ্গে সম্পর্কিত হলে , তা হবে অযৌক্তিক। বিশেষ কোন সমস্যা নিয়ে অলিম্পিক গেমসের সুনাম নষ্ট করার অপচেষ্টা সফল হবে না।
এদিন পেইচিংয়ে দারফুর সমস্যা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে লিউ কুই চিন বলেন, অলিম্পিক গেমসের উপলক্ষ করে কিছু কিছু অসংলগ্ন রাজনৈতিক সমস্যার জোর করে যোগ করা হচ্ছে স্নায়ু যুদ্ধের আচরণ। তবে স্নায়ু যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেছে। গুটি কয়েকজন এ আচরণ ত্যাগ করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
তিনি বলেন, দারফুর সমস্যায় চীন অনেক সক্রিয় এবং গঠনমূলক কাজ করেছে। এ ব্যাপারে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমর্থন পেয়েছে। অলিম্পিক গেমস সম্পর্কে কোন প্রস্তাব ,এমন কি, ভুল বোঝাবুঝি সংক্রান্ত প্রস্তাব নিয়ে চীন আলোচনা করতে আগ্রহী। একই সঙ্গে সংশ্লিষ্ট যৌক্তিক বিষয়টি চীন গ্রহণ করতে পস্তুত। তবে দারফুর সমস্যাসহ বিশেষ কোন সমস্যা নিয়ে অলিম্পিক গেমসের সুনাম নষ্ট করার মত আচরণের চীন তীব্র বিরোধীতা করে।--ওয়াং হাইমান
|