৬ মার্চ পানামা সফররত ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া আমেরিকান দেশসমূহের সংস্থাকে স্পষ্টভাবে কলম্বিয়ার ইকুয়েডরের অভ্যন্তরে অনুপ্রবেশের আচরণকে নিন্দা করার অনুরোধ জানিয়েছেন ।
পানামার প্রেসিডেন্ট মার্টিন টোরিজোসের সঙ্গে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে কোরেয়া বলেন, ইকুয়েডর এবং কলম্বিয়ার সংকট দ্বিপাক্ষিক সমস্যা নয় বরং আঞ্চলিক সমস্যা । তিনি আরও বলেন, মানবিক দিক থেকে বিবেচনা করা এবং অপহৃতদের সমস্যা সমাধানে সহায়তা দেয়ার জন্য তিনি কলম্বিয়ার সরকার বিরোধী সংস্থা 'কলম্বিয়া বিপ্লবী সশস্ত্র বাহিনী'র সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। পানামার প্রেসিডেন্ট টোরিজোস বলেন, শান্তিপূর্ণ কূটনৈতিক পদ্ধতিতে এ সংকটের সমাধান করা উচিত ।
অন্য এক খবরে জানা গেছে, ইবেরো আমেরিকান শীর্ষ সম্মেলনের মহাসচিব এনরিকভি ইগলেসিয়াস ৬ মার্চ বলেন, তিনি বিশ্বাস করেন, কলম্বিয়া ,ইকুয়েডর এবং ভেনিজুয়েলার কূটনৈতিক সংকট সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব ।
(ছাও ইয়ান হুয়া)
|