সম্প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় পৃথক পৃথকভাবে ৪ মার্চ চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের প্রণালীর দু'পারের সম্পর্ক বিষয়ক ভাষণের ব্যাপক মূল্যায়ন করেছে ।
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের কূটনীতি কমিটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এবং বিশ্বের পরিবেশ গ্রুপ কমিটির চেয়ারম্যান এনি এফ এইচ ফালেওমাভেগা ৫ মার্চ এক সাংবাদিক সাক্ষাত্কারে বলেছেন , হু চিন থাওয়ের ভাষণ উত্সাহব্যঞ্জক , তা প্রণালীর দু'পারের উত্তেজনাময় সম্পর্ক প্রশমনের জন্য সহায়ক হবে ।
ইইউর পালাক্রমিক চেয়ারম্যান দেশ স্লোভেনিয়া ৬ মার্চ ইইউ'র পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে জোর দিয়ে বলেছে , ইইউ এক চীন নীতি মেনে চলবে এবং মনে করে যে , তাইওয়ানের জাতিসংঘে যোগদানের চেষ্টা তাইওয়ান প্রণালীর সম্পর্কের আরো অবনতি ঘটাবে ।
অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডের প্রবাসী চীনারাও প্রেসিডেন্ট হু চিন থাওয়ের ভাষণ সমর্থন এবং তাইওয়ানের জাতিসংঘে যোগদানের বিষয়টির বিরোধীতার কথা বলেছেন । তারা আশা করেন তাইওয়ানী জনগণ মূল ভূভাগের জনগণের সঙ্গে প্রণালীর দু'পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাবেন । (শুয়েই ফেইফেই)
|