৭ মার্চ দারফুর বিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি লিউ কুই চিন পেইচিংয়ে বলেন, সুদানে কাছে চীনের অস্ত্র বিক্রি করার বিরুদ্ধে একপেশে নিন্দা জানানো ঠিক নয় আর ঘটনাও বাস্তব অর্থে সত্যি নয় ।
দারফুর সমস্যা সম্পর্কিত এক সাংবাদিক সম্মেলনে লিউ কুই চিন বলেন, বর্তমানে কমপক্ষে ৭টি দেশ সুদানের কাছে অস্ত্র বিক্রি করছে এবং এদের মধ্যে চীন বৃহত্তম সরবরাহকারী নয় । এছাড়া, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় সুদানে অস্ত্র বিক্রির ওপর কোন নিষেধাজ্ঞা আরোপ করে নি, এবং এ ব্যাপারে কোন নীতিমালাও নির্ধারণ করে নি ।
চীন সুদানসহ বিভিন্ন উন্নয়নশীল দেশের কাছে যে অস্ত্র বিক্রি করেছে তা জাতিসংঘের তালিকাভূক্ত ।
লিউ কুই চিন আরও বলেন, চীন কোনো স্বাধীন নয় এমন কোন দেশের কাছে অস্ত্র বিক্রি করে না ।চীনের অস্ত্র বিক্রির মাপকাঠি রয়েছে এবং তৃতীয় কোনো পক্ষের কাছে এ অস্ত্র বিক্রি করা যায় না ।
(ছাও ইয়ান হুয়া)
|