সাম্প্রতিক বছরগুলোতে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল সংস্কৃতি খাতে তার বরাদ্দ বাড়িয়ে আসছে। সংস্কৃতি ক্ষেত্রে দ্রুত উন্নয়নের সুষ্ঠু প্রবণতাও দেখা দিয়েছে।
তিব্বতের সংস্কৃতি দপ্তর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে সাংস্কৃতিক ক্ষেত্রে তিব্বতের গণ-সেবা ব্যবস্থা দিন দিন পূর্ণাঙ্গ হচ্ছে। তিব্বতে তিব্বতের অপেরা আর্ট কেন্দ্র ও লাসা শহরের জাতীয় আর্ট প্রাসাদসহ সাংস্কৃতিক স্থাপত্যকর্ম, জেলা পর্যায়ে মোট ৩০টিরও বেশি সাংস্কৃতিক কেন্দ্র এবং তিন'শরও বেশি গ্রামীণ সাংস্কৃতিক কেন্দ্র নতুনভাবে নির্মিত হয়েছে। সাংস্কৃতিক স্থাপনার অবস্থারও অনেক উন্নতি হয়েছে। তিব্বতের সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম সক্রিয়ভাবে চলছে। তিব্বত বিদেশে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমের অংশ হিসেবে ২০টিরও বেশি দল পাঠিয়েছে। ফলে তিব্বতের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে।
জানা গেছে, চলতি বছর তিব্বত ব্যাপকভাবে সংস্কৃতি ক্ষেত্রের উন্নয়নে বরাদ্দ দিয়ে যাচ্ছে। গণ-কল্যাণমূলক সাংস্কৃতিক ক্ষেত্রে প্রধান কাজ হিসেবে নির্ধারিত হয়। পরিকল্পনা অনুযায়ী সংস্কৃতি, ক্রীড়া এবং যোগাযোগ খাতে ৭ কোটি রেনমিনপি বরাদ্দ করা হবে। গত বছরের চেয়ে এ পরিমান দিগুন বেশি। (লিলি)
|