হোসে লুইস রোড্রিগুয়েজ জাপাটেরো ১৯৬০ সালের ৪ আগষ্ট মাসে স্পেনের ক্যাস্টিল্লা লিঅন স্বায়ত্তশাসিত অঞ্চলের ভালাদোলিদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি স্পেনের লিঅন বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৭৯ সালে জাপাটেরো ওয়ার্ক সোশাল পার্টিতে যোগ দেন। ১৯৮৬ সাল থেকে তিনি একটানা চার
বার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ২০০০ সালে তিনি ওয়ার্ক সোশাল পার্টির সম্পাদক নির্বাচিত হন। ২০০৪ সালে মাপাটেরো স্পেনের প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হন।
(হোসে লুইস রোড্রিগুয়েজ জাপাটেরো চীনের প্রেসিডেন্ট হু চিনথাও'র সঙ্গে সাক্ষাত্কারে)
২০০৫ সালের জুলাই মাসে জাপাটেরো চীন সফর করেন।
ছাই ইউয়ে
|