জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং ৬২ তম জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান সার্জন করিম ৬ মার্চ আন্তর্জাতিক পেশাজীবী নারী দিবসের আগে তাঁদের ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নারী খাতে বরাদ্দ বাড়ানোর আহবান জানিয়েছেন।
বান কি মুন বলেন, পুরুষের সঙ্গে মহিলার সমতা বাস্তবায়ন হচ্ছে সহস্রাব্দীর উন্নয়ন লক্ষ্যমাত্রাসহ সকল আন্তর্জাতিক উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের একটি পূর্ব শর্ত। নারী খাতে বরাদ্দ বাড়ানো শুধু সঠিক পদক্ষেপ নয়। তা একটি সুবুদ্ধিসম্পন্ন পদক্ষেপ। এর ফলে অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করা এবং বিশ্বের শান্তি রক্ষায় সহায়ক হবে। তিনি বিশ্বের বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং ব্যক্তিগত সংস্থার প্রতি নারী খাতে ব্যাপকভাবে বরাদ্দ বাড়ানো এবং পুরোপুরিভাবে নারীদের বিভিন্ন স্বার্থ সুরক্ষার আহবান জানিয়েছেন।
করিম তাঁর ভাষণে নারী খাতে বরাদ্দ বাড়ানোর গুরুত্ব আবার জোর দিয়ে বলেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পুরোপুরিভাবে নানা ধরনের প্রতিশ্রুতি পালন এবং নারী খাতে যথেষ্ট জনশক্তি, অর্থ ও শিক্ষা সম্পদ যোগানোর আহবান জানিয়েছেন। যাতে নারীর স্বার্থ সত্যিকার অর্থেই সুনিশ্চিত করা যায়।
৮ মার্চ হচ্ছে আন্তর্জাতিক পেশাজীবি নারী দিবস। এ বছরের নারী দিবসের স্লোগান হলো "বরাদ্দ বৃদ্ধি এবং নারী ও মেয়েশিশু"। (লিলি)
|