প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আমি আপনাদের বন্ধু লিলি আপনাদের সবাইকে একরাশ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চাওয়া পাওয়া।
বাংলাদেশের জামালপুর জেলার মুন্সিনাংলা গ্রামের মো: শামীম মাহমুদ আমাদের অনুষ্ঠানে মনির খানের "চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে" এই গানটি শুনতে চেয়েছেন। দুঃখিত, ভাই, গানটি আমার হাতে নেই। আজ তাহলে আমরা মনির খানের গাওয়া আরেকটি গান শোনাই, কি বলেন? গানের কথা হলো"তোমার চোখের জল এতোটা দামী"।
বাংলাদেশের মৌলভী বাজার জেলার সূত্রধর রেডিও লিসনার্স ক্লাবের প্রিয়তোষ সূত্রধর আমাদের অনুষ্ঠানে কুমার শানুর কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। গানের কলি হলো : "কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি"। গানটি আমার হাতে নেই। এর জন্য দুঃখিত, ভাই। তাহলে চলুন, এখন সবাই একসঙ্গে না হয়"তোমার সুরে সুরে বেঁধেছি"গানটি শুনবো। আশা করি, সবাই পছন্দ করবেন।
বাংলাদেশের বগুড়া জেলার চক বাহাগুলপুর গ্রামের স্বপ্নের সিঁড়ি বেতার সংঘের সাধারণ সম্পাদক মো: এমদাদুল হক ডালিম আমাদের অনুষ্ঠানে সালমার কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। গানের কলি হলো: বানিয়া বন্ধরে একটা তাবিজ বানাইয়া দে, একটা মাদলী বানাইয়া দে। মইরে গিয়েছে বিয়ের স্বামী সাকলের আইসে। গানটি আমার কাছে নেই। তাই আমি শিল্পী সালমার কন্ঠে "এই পদ্মা এই মেঘনা"গানটি সবাইকে উপহার দিচ্ছি।
বাংলাদেশের বগুড়া জেলার শোলার তাইড় গ্রামের প্রিয় জন্মভূমি বেতার সংঘের সাধারণ সম্পাদক এম.মিনহাজ উদ্দিন বিপুল আমাদের অনুষ্ঠানে রবি চৌধুরীর কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, সবাই আসুন, আমার সঙ্গে "চার নয়নে কান্দ"নামে রবি চৌধুরীর কন্ঠে গানটি শুনুন।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ করছি। আমার কাছে সিডি কম থাকার কারণে মাঝে মাঝে আপনাদের পছন্দের গান শোনাতে পারি না। এর জন্য আমি দুঃখিত। তারপরও আমি আশা করি, সবাই আমার বেছে নেয়া গানগুলোর মাধ্যমে আনন্দ বোধ করবেন। বন্ধুরা, সম্ভব হলে চাওয়া পাওয়ার জন্য কয়েকটি গানের সিডি পাঠাতে পারেন। তাহলে অনেক শ্রোতাবন্ধুর চাহিদা পুরণ করা আমাদের পক্ষে সম্ভব হবে। আজকের চাওয়া পাওয়া শোনার জন্য অনেক ধন্যবাদ। আবার কথা হবে। (লিলি)
|