সম্প্রতি চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিবহন ব্যুরো থেকে জানা গেছে, চলতি বছর তিব্বতে বিভিন্ন সড়ক নির্মাণে ৬ বিলিয়ন ইউয়ান ব্যয় হবে। এই প্রকল্পের মাধ্যমে ৯৯ শতাংশ মহকুমায় সড়ক নির্মাণ করা হবে।
জানা গেছে, বর্তমানে তিব্বতের সড়ক পথের দৈর্ঘ্য ৪৪ হাজার ৮ শো কিলোমিটার। ২০১০ সাল পর্যন্ত সড়কপথের দৈর্ঘ্য ৫০ হাজার কিলোমিটার হবে। সড়ক নির্মাণ করায় তিব্বতের কৃষক ও পশু পালকরা তাদের আয় বাড়ানোর পাশাপাশি সড়কপথের বিবিধ সুবিধার মাধ্যমে কৃষিজাত ও পশুজাত পণ্যদ্রব্যও রফতানি করতে পারছেন। ধাপে ধাপে পরিবহন ব্যবস্থার উন্নতির পাশাপাশি পর্যটন শিল্প থেকে তিব্বতের কৃষক ও পশুপালকদের আয়ও বাড়বে।(লিলু)
|