v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-06 19:20:11    
চীন ও জাপান হু চিনথাওয়ের জাপান সফরের সময়সূচী নিয়ে পরামর্শ করছে--ছিন কাং

cri

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ৬ মার্চ পেইচিংয়ে বলেন, চীন ও জাপান চীনের প্রেসিডেন্ট হু চিনতাওয়ের জাপান সফরের সময়সূচী নিয়ে বিস্তারিতভাবে পরামর্শ করছে । চীন বিশ্বাস করে , এবারের সফর দুদেশের সম্পর্কের দীর্ঘস্থায়ী , সুষ্ঠু ও স্থিতিশীল বিকাশের ওপর সুদূর প্রসারীপ্রভাব বিস্তার করবে ।

    জাপানে ডাম্পলিং সমস্যার কারণে হু চিনথাওয়ের জাপান সফর স্থগিত হয়েছে বলে বেশ কিছু বিদেশী সংবাদ মাধ্যম যে খবর দিয়েছে এদিন একটি সংবাদ সম্মেলনে ছিন কাং তা অস্বীকার করেন । তিনি উল্লেখ করেন , চীন ও জাপান কৌশলগত ও পারস্পরিক উপকারিতার সম্পর্ক জোরদারের চেষ্টা করছে । কোনো মতেই আকস্মিক কোনঘটনার কারণে এই সম্পর্কের পরিবর্তন হবে না ।

    ছিন কাং বলেন , চীন ও জাপানের প্রধানপ্রশাসনিক বিভাগ বিশেষ করে পুলিশ বিভাগ অব্যাহতভাবে যোগাযোগ রাখবে, ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে , শান্ত হয়ে বস্তুগত, ন্যায্য এবং বিজ্ঞানসম্মত মনোভাব নিয়ে ডাম্পলিংয়ের বিষাক্ত হওয়ার ঘটনা সম্পর্কে যৌথভাবেতদন্ত চালাবে এবং দায়িত্বের সঙ্গেদুদেশের জনগণকে অবহিত করবে বলে চীন আশা করে । তিনি বলেন , চীন যত শিগগির সম্ভব জাপানের সঙ্গে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে স্থায়ীসহযোগিতা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ইচ্ছুক । --চুং শাওলি