এ পর্যন্ত চীনে তুষার দুর্যোগের কারণে বন্ধ হয়ে যাওয়া পর্যটন স্থানগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে । পর্যটকের সংখ্যাও স্থিতিশীলভাবে বাড়ছে ।
জানা গেছে, দুর্যোগের পর বিভিন্ন পর্যটন স্থান যথা সময়ে রাস্তা , বিদ্যুত্ ও পানি সরবরাহ ব্যবস্থা এবং শৌচাগারগুলো মেরামত করেছে এবং বিদ্ধস্ত বনের প্রাকৃতিক অবস্থা ফিরিয়ে আনতে বনায়ণ । এ পর্যন্ত চীনের তুষার দুর্যোগের প্রভাবে হমকে থাকা অধিকাংশ পর্যটন স্থানের পরিবহন ও ব্যবস্থাপনার দিকটি পুনরুদ্ধার হয়েছে । হোটেলগুলো স্বাভাবিকভাবে চালু হয়েছে এবং পর্যটকের সংখ্যা স্থিতিশীলভাবে বেড়ে চলেছে ।
(ছাও ইয়ান হুয়া)
|