v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-06 18:49:28    
ইকুয়েডরের প্রেসিডেন্ট আমেরিকান দেশসমূহের সংস্থার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন

cri
    ভেনিজুয়েলা সফররত ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া ৫ মার্চ আমেরিকান দেশসমূহের সংস্থার গৃহীত ইকুয়েডর ও কলম্বিয়ার কুটনৈতিক সংকট সম্পর্কিত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং সিদ্ধান্তে কলম্বিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা না করার জন্য অসন্তোষ প্রকাশ করেছেন ।

    ৫ মার্চ আমেরিকান দেশসমূহ সংস্থার এক সিদ্ধান্তে বলা হয়, ইকুয়েডরের ভুভাগে কলম্বিয়ার সামরিক অভিযান ইকুয়েডরের সার্বভৌমত্বের ওপর আক্রমণ । এ সম্পর্কে কোরেয়া ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো সাভেজের সঙ্গে বৈঠকের পর অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, ইকুয়েডর কূটনৈতিক পদ্ধতিতে কলম্বিয়ার সঙ্গে এ সংকট সমাধানে আগ্রহী, তবে ইকুয়েডরের সার্বভৌমত্বের ওপর কলম্বিয়ার আক্রমণ ইকুয়েডর কখনই মেনে নেবে না ।

    সাভেজ বলেন, আমেরিকান দেশসমূহের সংস্থার উচিত কলম্বিয়ার তত্পরতার নিন্দা করা । ভেনিজুয়েলা ইকুয়েডরকে নিঃশর্ত সমর্থন করে । কলম্বিয়া, ইকুয়েডর এবং ভেনিজুয়েলার মধ্যে এদিনও উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছিল । ৫ মার্চ ইকুয়েডর কলম্বিয়া সংলগ্ন সীমান্ত এলাকায় তার বিশেষ বাহিনী বাড়িয়েছে এবং ভেনিজুয়েলা কলম্বিয়ার সংলগ্ন সীমান্ত এলাকায় আরও বেশি সৈন্য মোতায়েনের কথা ঘোষণা করেছে ।

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র টম কেসি ৫ মার্চ বলেন, কলম্বিয়া ও ইকুয়েডরের সলা-পরামর্শের মাধ্যমে পারস্পরিক অসঙ্গতি সমাধান করা উচিত । ডমিনিকার প্রেসিডেন্ট লিওনেল ফারনানডেজ আশা করেন, অনুষ্ঠেয় রিও গ্রুপের শীর্ষ সম্মেলন তিন দেশের মধ্যেকার সংকট সমাধানে সহায়ক ভূমিকা রাখবে । জানা গেছে, রিও গ্রুপ শীর্ষ সম্মেলন ৭ মার্চ ডমিনিকার রাজধানী সান্তো ডমিনগোতে অনুষ্ঠিত হবে । কলম্বিয়া, ইকুয়েডর এবং ভেনিজুয়েলের প্রেসিডেন্ট এ সম্মেলনে অংশ নেবেন ।

    (ছাও ইয়ান হুয়া)