৫ মার্চ ভিয়েনায় অনুষ্ঠিত ওপেকের ১৪৮তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে চলমান তেল উত্পাদনের পরিমাণ বজায় রাখার কথা বলা হয়েছে।
ওপেকের মুখপাত্র ইব্রাইহীম হুসেইন জানান,যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমস্যার কারণে ওপেক এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তিনি মনে করেন, বিশ্বের বাজারে অশোধিত তেলের সরবরাহ পর্যাপ্ত। তবে মার্কিন অর্থনীতির নিম্নমুখী প্রবণতার জন্য এ বছরের দ্বিতীয় তৃতীয়াংশে বিশ্বের তেল বাজারের চাহিদা কমে যাবার সম্ভাবনা রয়েছে।
ওপেকের চেয়ারম্যান, আলজেরিয়ার জ্বালানি সম্পদ ও খনিজ সম্পদ মন্ত্রী ছাকিব খলিল জোর দিয়ে বলেন, বর্তমানে তেলের দাম বেড়ে যাবার কারণ তেলের ঘাটতি নয় , বরং মার্কিন অর্থ বাজারের দুর্গত অবস্থা, মার্কিন ডলারের মন্দাভাব এবং আঞ্চলিক পরিস্থিতির অস্থিতিশীলতা। তিনি আরো বলেন, এ বছরের সেপ্টেম্বরে ওপেকের সম্মেলন আয়োজনের আগে এ সংস্থা তেল বাজারের ওপর বেশি নিবিড় দৃষ্টি রাখবে এবং যে কোন সময় দরকার হলে এর ওপর হস্তক্ষেপ করবে।--ওয়াং হাইমান
|