গত মংগলবার চীনের একাদশ জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের দাখিল করা সরকারের কাজকর্ম সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে , বেশি জ্বালানী ক্ষয়কারী ও দূষণকারী শিল্পে বিদেশী বিনিয়োগ বন্ধ করা হবে এবং বিদেশী পুঁজি আকর্ষণের প্রক্রিয়ায় আইন-বিরোধী আচরণ সংশোধন করা হবে । এর ওপর মন্তব্য করে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের বৈদেশিক অর্থনীতি গবেষণাগারের পরিচালক চাং ইয়ান শেং বলেন , চীনের অর্থনীতির ব্যাপকতা , বিশ্বের সংগে চীনের অর্থনীতির সংশ্লিষ্টতা এবং প্রাকৃতিক সম্পদ , পরিবেশ সংরক্ষণ ও বিশ্ব বাণিজ্যের ভারসাম্যের কথা বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায় চীনের নীতির এ বিন্যাস থেকে লাভবান হবে ।
বর্তমানে চীনে ব্যাপকভাবে জ্বালানী সাশ্রয় এবং গ্রীন হাউস গ্যাস নির্গমণ হ্রাসের কাজ চালানো হচ্ছে । গত ডিসেম্বরে চীন সরকার প্রকাশিত " বিদেশী ব্যবসায়ীদের বিনিয়োগ শিল্প সংক্রান্ত পথনির্দেশক তালিকা" অনুসারে একদিকে বেশি জ্বালানী ক্ষয়কারী ও দূষণকারী শিল্পে বিনিয়োগ বন্ধ করা হবে , অন্যদিকে আবর্তনশীল অর্থনীতি , বিশুদ্ধ উত্পাদন , নবায়ণযোগ্য জ্বালানী , পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের বহুমুখী ব্যবহার ক্ষেত্রে বিদেশী বিনিয়োগকে উত্সাহিত করা হবে ।
|