ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করতে রাজি হয়েছেন। ইসরাইল সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কনডোলিত্জা রাইস ৫ মার্চ এ কথা বলেছেন।
এ দিন জেরুজালেমে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী জিপি লিভনির সঙ্গে আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে রাইস বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের নেতারা শান্তি আলোচনা পুনরায় শুরু করতে রাজি হয়েছেন। এখন দু'পক্ষ কীভাবে সংলাপ করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করছে। রাইস আরো বলেন, আব্বাস আশা করেন, গাজা অঞ্চলে ফিলিস্তিনের সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে ইসরাইলী বাহিনীর সংঘর্ষ যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হবে। কিন্তু তিনি যুদ্ধবিরতিকে শান্তি আলোচনা শুরু করার পূর্ব শর্ত হিসেবে উল্লেখ করেন নি।
এরপর আব্বাসের মুখপাত্র আব্বাসের কথার উদ্ধৃতি দিয়ে বলেছেন, শান্তি আলোচনা হচ্ছে ফিলিস্তিনের কৌশলগত দিক। ফিলিস্তিন ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে ইচ্ছুক। কিন্তু আব্বাস শান্তি আলোচনা পুনরায় শুরু করার তারিখ সম্পর্কে কিছু বলেন নি।
অন্য এক খবরে জানা গেছে, ইসরাইলের মন্ত্রিসভা ৫ মার্চ সিদ্ধান্ত নিয়েছে, রকেট বোমা হামলা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলী প্রতিরক্ষা বাহিনীর গাজা অঞ্চলে ফিলিস্তিনী সশস্ত্র ব্যক্তিদের ওপর সামরিক অভিযান চালাবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|